ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খুলনায় গণহত্যার স্মারক-স্মৃতিচিহ্ন হস্তান্তর

প্রকাশিত: ০৪:০৬, ৭ এপ্রিল ২০১৮

খুলনায় গণহত্যার  স্মারক-স্মৃতিচিহ্ন  হস্তান্তর

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ অমিয় তরফদারের সেই বিখ্যাত ছবি ‘রিক্সায় পড়ে আছে মৃত মানুষের লাশ’-একাত্তরে বাঙালী নিধনযজ্ঞের সেই চিত্রের ভাস্কর্য খুলনায় প্রতিষ্ঠিত ১৯৭১ : গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘরের জন্য নির্মাণ করেছেন ভাস্কর হামিদুজ্জামান খান। ইতোমধ্যে ভাস্কর্যটি জাদুঘর প্রাঙ্গণে স্থাপিত হয়েছে। শুক্রবার বিকেলে ভাস্কর্যটির ক্ষুদ্র প্রতিকৃতি ১৯৭১ : গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্টের সভাপতি অধ্যাপক ড. মুনতাসীর মামুনের কাছে হস্তান্তর করেন ভাস্কর হামিদুজ্জামান খান। অনুষ্ঠানে ফরিদপুরের নগরকান্দা উপজেলার কিছু মুক্তিযোদ্ধা কর্তৃক স্মৃতিস্মারক হিসেবে সংরক্ষিত স্বাধীনতা যুদ্ধে ব্যবহৃত দেশীয় সাধারণ অস্ত্র বেয়নেট, নাংটলা, ঝুপি, রামদা, কালি, বল্লম, ঢাল, সরকি এবং গণহত্যা ও নির্যাতনের কিছু স্মারক হস্তান্তর করা হয়। ফরিদপুর নগরকান্দা উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক মাতুব্বর এসব স্মৃতি স্মারক ১৯৭১ : গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্টের সভাপতি ড. মুনতাসীর মামুনের হাতে তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মুনতাসীর মামুন। বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান এবং ভাস্কর হামিদুজ্জামান খান। জাদুঘর ট্রাস্টের সম্পাদক ডাঃ শেখ বাহারুল আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্রাস্টি চৌধুরী শহীদ কাদের।
×