ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শ্রীপুরে গার্মেন্টস কর্মীকে গলা কেটে হত্যা

প্রকাশিত: ০৪:০০, ৭ এপ্রিল ২০১৮

শ্রীপুরে গার্মেন্টস কর্মীকে গলা কেটে হত্যা

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শ্রীপুরে দাম্পত্য কলহের জেরে গলাকেটে গার্মেন্টস কর্মী এক নারীকে হত্যা করেছে তার পাষন্ড স্বামী। শুক্রবার নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে। নিহতের নাম মনোয়ারা পারভীন (২২)। সে শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের মনির হোসেনের মেয়ে। নিহতের বড় ভাই রমজান মিয়া জানান, ঢাকায় বসবাস করার সময় মোবাইল ফোনের মাধ্যমে মনোয়ারা পারভীনের সঙ্গে পরিচয় হয় মোশারফ হোসেন সিয়াম ওরফে শুভ (২৮)। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সিয়াম দিনাজপুরের নবাবগঞ্জ থানা এলাকার ওয়াজেদ আলীর ছেলে। এর জের ধরে প্রায় ৭ মাস আগে মনোয়ারা পারভীনকে গোপনে বিয়ে করে সিয়াম। বিয়ের বিষয়টি মনোয়ারার পরিবারের লোকজন জানতে পেরে তাদের বিয়ে মেনে নেয়। বিয়ের পর মনোয়ারা তার স্বামীকে নিয়ে মা-বাবার সঙ্গে শ্রীপুরের কেওয়া পশ্চিম খন্ড গ্রামের প্রশিকা মোড় এলাকায় আব্দুর রাজ্জাক মিয়ার ভাড়া বাড়িতে বসবাস শুরু করে। বিয়ের পর থেকে নানা বিষয়াদি নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো আবার তা মিটেও যেত। শুক্রবার বেলা ১১টা পর্যন্ত মনোয়ারা ও সিয়ামের কোন সাড়াশব্দ না পেয়ে বাড়ির লোকজন তাদের ডাকাডাকি করে। এক পর্যায়ে তারা ঘরে গিয়ে বিছানার ওপর মনোয়ারার গলাকাটা রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে। . আশুলিয়ায় ভ্যানচালক নিজস্ব সংবাদদাতা সাভার থেকে জানান, শুক্রবার আশুলিয়ায় ফরিদ মিয়া (৩৫) নামের এক কাভার্ড ভ্যানের চালককে পিটিয়ে হত্যা করেছে একই বাসার অপর ভাড়াটিয়ারা। এ ঘটনার পর থেকে ঘাতকরা পলাতক রয়েছে। সে জামালপুর জেলার মেলান্দহ থানার ব্রাহ্মণপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে।জানা গেছে, স্ত্রীসহ ফরিদ মিয়া আশুলিয়া থানাধীন টঙ্গাবাড়ি এলাকায় জনৈক আসাদুজ্জামানের বাড়িতে ভাড়া থাকত। পাশের কক্ষে লিটন মিয়া নামের আরেক ব্যক্তি ভাড়া থাকে। এদিন সকালে ঘরের ভেতর ঢুকে লিটন ও তার সঙ্গীরা ফরিদকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু ঘটে। . আশুগঞ্জে শ্রমিকের লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া থেকে জানান, নিখোঁজের দুই দিন পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মেঘনা নদী থেকে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে মেঘনা নদীর আলকাস মিয়া ঘাট এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম আমজাদ আলী (৬০)। সে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার চিলিপুর গ্রামের মৃত মজিদ আলীর ছেলে। . বরিশালে পুলিশ সদস্যের স্ত্রী স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, নগরীর বটতলা মুনসুর কোয়ার্টার এলাকার রাজ্জাক খানের মালিকানাধীন বহুতলভবনের দ্বিতীয় তলা থেকে রুমা আক্তার (৩৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রুমা বরিশাল মেট্রোপলিটন পুলিশে কর্মরত কনস্টেবল এরশাদুল ইসলামের স্ত্রী ও পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলা সদরের বাসিন্দা হারুন হাওলাদারের কন্যা।
×