ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নর্দান ভার্সিটিতে সেমিনার

প্রকাশিত: ০৩:৫৮, ৭ এপ্রিল ২০১৮

নর্দান ভার্সিটিতে সেমিনার

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের বাণিজ্য অনুষদ ও সেন্টার ফর ম্যানেজমেন্ট রিসার্চ এ্যান্ড ইনফরমেশন টেকনোলজির আয়োজনে ‘ম্যাথমেটিক্যাল এ্যান্ড স্ট্যাটিসটিক্যাল মডেল টু সল্ভ রিয়েল লাইফ প্রবলেমস’ শিরোনামে সেমিনারের আয়োজন করে গত সোমবার। এতে প্রধান অতিথি ছিলেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসাইন। এ সেমিনারে কি-নোট স্পীকার ছিলেন ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়ার প্রফেসর, ড. শাহজাহান খান। সেমিনার বক্তা ছিলেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের এ্যাল্পাইড ম্যাথমেটিক্স বিভাগের প্রফেসর, ড. এম আকবর আলী। কি-নোট স্পীকার তার প্রবন্ধ আলোচনায় আমাদের বাস্তব জীবনের সঙ্গে গণিত ও পরিসংখ্যানের প্রায়োগিত উপযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে ড. আনোয়ার হোসেন বলেন, গণিত ও পরিসংখ্যান বর্তমান ডিজিটাল বিশে^ সবচেয়ে প্রায়োগিক ও গুরুত্বপূর্ণ বিষয়। আমাদেরকে গণিত ও পরিসংখ্যানের এই প্রায়োগিক দিকগুলো জেনে নিতে হবে। বাণিজ্য অনুষদের ডিন প্রফেসর ড. শফিউল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিএমআরআইটি’র প্রধান উপদেষ্টা প্রফেসর ড. নুরুল আলম খান, প্রফেসর ড. আইনুল ইসলাম, ঢাকা বিশ^বিদ্যালয়, প্রফেসর ড. আকরাম আলী সেখ, ডিন, সায়েন্স ফ্যাকাল্টি, নর্দান ইউনিভার্সিটি প্রমুখ। -বিজ্ঞপ্তি
×