ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শ্রমিকদল-আওয়ামী লীগ পাল্টাপাল্টি সমাবেশ ॥ ১৪৪ ধারা

প্রকাশিত: ০৩:৫৭, ৭ এপ্রিল ২০১৮

শ্রমিকদল-আওয়ামী  লীগ পাল্টাপাল্টি  সমাবেশ ॥ ১৪৪ ধারা

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ৬ এপ্রিল ॥ সরিষাবাড়ী উপজেলা শাখা জাতীয়তাবাদী শ্রমিকদল ও সাতপোয়া ইউনিয়ন আওয়ামী লীগ একই স্থানে একই সময়ে সমাবেশের ডাক দেয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় উপজেলা প্রশাসন সেখানে শুক্রবার ১৪৪ ধারা জারি করেছে। সাতপোয়া ইউনিয়নের ছাতারিয়া এলাকায় ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার বিকেল তিনটায় উভয়পক্ষ এ সমাবেশ ডেকেছিল। জানা গেছে, কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সরিষাবাড়ী উপজেলা শাখা জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম শুক্রবার বিকেল তিনটায় সাতপোয়ায় স্থানীয় ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয় মাঠে বিক্ষোভ সমাবেশের ডাক দেন। এ নিয়ে তারা বৃহস্পতিবার থেকে ব্যাপক প্রচার চালান। অপরদিকে বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরতে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ময়মনসিংহে সফর উপলক্ষে সাতপোয়া ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী আব্দুর রউফ গফুর একই স্থানে একই সময়ে পাল্টা সমাবেশ ডাকেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সরিষাবাড়ী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় শুক্রবার ভোর ছয়টা থেকে ওই সমাবেশস্থলে ১৪৪ ধারা জারি করে সভা-সমাবেশ নিষিদ্ধ করেছেন।
×