ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যুগ যুগ ধরে নৌকাই যেখানে ভরসা

প্রকাশিত: ০৩:৫৭, ৭ এপ্রিল ২০১৮

 যুগ যুগ ধরে নৌকাই যেখানে ভরসা

বিশ্বজিৎ মনি, নওগাঁ ॥ যুগ যুগ ধরে নৌকাই যেখানে পারাপারের একমাত্র বাহন। নেই তেমন রাস্তা-ঘাট, নেই কোন ব্রিজ-কালভার্ট। নওগাঁর রাণীনগর ও সংলগ্ন বগুড়া জেলার আদমদীঘি এই দুই উপজেলার সীমানায় অবস্থিত ঐতিহ্যবাহী রক্তদহ বিল। আর এই বিলের চারপাশ দিয়ে অবস্থিত রাণীনগর উপজেলার বোদলা, পালশা, তেবারিয়া ও কৃষ্ণপুর গ্রামসহ ১০টি গ্রাম। এই গ্রামগুলোতে দীর্ঘদিন বসবাস করে আসছে শত শত মানুষ। আর এই শত শত মানুষের রক্তদহ বিল পারাপারের একমাত্র ভরসা নৌকা। প্রতিনিয়তই চরম ভোগান্তিতে পড়তে হয় এই জনপদের মানুষদের। তবুও যেন দেখার কেউ নেই। শুধু ব্রিজই সমস্যা নয় পারঘাট থেকে প্রায় ১ কিলোমিটার মাটির রাস্তা হেঁটে মূল পাকা রাস্তায় উঠতে হয়। বর্ষা মৌসুমে এই দুর্ভোগ আরও চরমে ওঠে। তখন হাঁটু কাদা ভেঙ্গে চলাচল করতে হয়। রাণীনগর ও আদমদীঘি এই দুই উপজেলার প্রত্যন্ত এলাকা জুড়ে অবস্থিত শত শত বছরের ঐতিহ্যবাহী রক্তদহ বিল। আর এই বিলের কোলেই অবস্থিত বোদলা-সান্দিড়া পারঘাট। এই পারঘাটের অপর প্রান্তে অবস্থিত বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্দিড়া গ্রাম। একটি ব্রিজের অভাবে শত শত বছর ধরে চরম ভোগান্তিতে পড়ে আছে এই জনপদের মানুষ। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়তে হয় শিক্ষার্থী ও রোগীদের। অনেক সময় পারঘাটে এসে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয় নৌকার অপেক্ষায়। এ অবস্থা দুর্ভোগ থেকে রেহায় পেতে ভুক্তভোগীরা স্থানীয় এমপি ও মন্ত্রীদের দ্বারস্থ হয়েও কোন ফল পাচ্ছে না বছরের পর বছর। নির্বাচন এলেই এলাকার চেয়ারম্যান ও এমপি প্রার্থীরা উক্ত পারঘাটে ব্রিজ করার প্রতিশ্রুতি দেন কিন্তু বাস্তবায়ন করে না। রাস্তাঘাট ব্রিজ, কালভার্টসহ সারাদেশে ব্যাপক উন্নয়ন করা হলেও শত বছরের দুর্ভোগের শিকার এই এলাকার মানুষগুলোর ভাগ্যের পরিবর্তন হয়নি এখনও। এ ব্যাপারে রাণীনগর উপজেলা প্রকৌশলী মোঃ সাইদুর রহমান মিঞা জানান, ব্রিজের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রস্তাবপত্র পাঠানো হয়েছে। আশা করা যায় আগামী ২০১৮-১৯ অর্থবছরে ব্রিজটির বরাদ্দ মিলবে। এ ব্যাপারে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি মোঃ ইসরাফিল আলম বলেন, ওই এলাকার মানুষের দাবি পূরণ হতে আর বেশি সময় লাগবে না। খুব অল্প সময়ের মধ্যে ব্রিজটির নির্মাণ কাজ শুরু করা হবে।
×