ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুর্গাপুরে দুই ডাক্তার দিয়ে চলছে ৩ লাখ মানুষের চিকিৎসা

প্রকাশিত: ০৩:৫৬, ৭ এপ্রিল ২০১৮

দুর্গাপুরে দুই ডাক্তার দিয়ে চলছে ৩ লাখ মানুষের চিকিৎসা

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৬ এপ্রিল ॥ চিকিৎসকের অভাবে ভেঙ্গে পড়েছে দুর্গাপুর উপজেলার স্বাস্থ্যসেবা কার্যক্রম। চিকিৎসক দিয়ে চলছে তিন লক্ষাধিক মানুষের স্বাস্থ্যসেবা। জানা গেছে, ৫০ শয্যা বিশিষ্ট দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের পদ আছে ১৭টি। এর মধ্যে কাগজেপত্রে কর্মরত আছেন মাত্র ছয়জন। ওই ছয়জনের মধ্যে আবার দু’জন প্রেষণে বদলি ও প্রশিক্ষণ সংক্রান্ত কাজে অন্যত্র আছেন। বাকি চারজনের একজন আয়ুর্বেদিক চিকিৎসা করেন। আরেকজন ডেন্টাল সার্জন। দায়িত্বরত অন্য দু’জনের একজন হচ্ছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। আর অপরজন হলেন মেডিক্যাল অফিসার। মেডিক্যাল অফিসার আবার অতিরিক্ত দায়িত্ব পালন করছেন আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) হিসেবে। অর্থাৎ কার্যত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আর আরএমও’র দায়িত্বে থাকা একজন মেডিক্যাল অফিসার দিয়েই চলছে পুরো স্বাস্থ্য কমপ্লেক্সটির কার্যক্রম। সূত্রমতে, ওই স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসকের ১১টি শূন্য পদের মধ্যে রয়েছে, আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও), গাইনি চিকিৎসক, শিশু চিকিৎসক, চক্ষু চিকিৎসক, কার্ডিওলজিস্ট, নাক-কান-গলা বিভাগের চিকিৎসক, চর্ম ও যৌন চিকিৎসক, মেডিসিন চিকিৎসক, সার্জারি চিকিৎসক, এ্যানেসথেটিস্ট (আবেদনবিদ), অর্থোপেডিক চিকিৎসক, ইমার্জেন্সি মেডিক্যাল অফিসার এবং প্যাথলজি বিভাগের চিকিৎসক। এসব পদ দীর্ঘদিন ধরে শূন্য পড়ে থাকলেও তা নিয়ে মাথাব্যথা নেই কর্তৃপক্ষের। এ দিকে স্বাস্থ্য কমপ্লেক্সটির পাঁচজন স্টাফ নার্সের পদও শূন্য। চিকিৎসকের অভাবে স্বাস্থ্য কমপ্লেক্সটিতে অদ্যাবধি অপারেশন সেবা চালু করা যায়নি। অথচ অনেক মূল্যবান যন্ত্রপাতি অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে।
×