ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বগুড়ায় বর্ষায় নষ্ট হওয়া ৪৫ সড়ক আজও সংস্কার হয়নি

প্রকাশিত: ০৩:৫৫, ৭ এপ্রিল ২০১৮

বগুড়ায় বর্ষায় নষ্ট হওয়া ৪৫ সড়ক আজও সংস্কার হয়নি

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ গত বর্ষায় অতি বৃষ্টিতে বগুড়া নগরীর যে ৪৫ সড়ক নষ্ট হয় এখনও মেরামত হয়নি। এবড়ো খেবড়ো এসব সড়কের ওপর দিয়ে যানবাহন চলছে। বিঘ্ন ঘটেছে জন চলাচলে। এদিকে আর মাস দুয়েক পরই বর্ষা শুরু হচ্ছে। কর্তৃপক্ষ বলছেন অর্থের অভাব। পৌর পিতা বলছেন কিছু অর্থের অনুমোদন মিলেছে। কিছু মিলেছে আশ্বাস। তা এখনও পাওয়া যায়নি। এই অবস্থায় আগামী বর্ষায় পৌরবাসীর ভোগান্তি কমে যাওয়ার সম্ভাবনা কম। প্রায় ৬৯ দশমিক ৫৬ বর্গকিলোমিটার আয়তনের বগুড়া পৌরসভার সড়কের পরিমাণ ৭শ’ ১৮ কিলোমিটার। যার ৩০ শতাংশ অর্থাৎ ২শ’ ১১ কিলোমিটার পাকা। পাকা সড়কের প্রায় ৫০ কিলোমিটার খানাখন্দে ভরা। গত বর্ষায় খানাখন্দ আরও খানিকটা বেড়ে যাওয়ায় এই পথগুলোতে চলাচলে যারপর নেই ভোগান্তি পোহাতে হয়। এদিকে বেহাল রাস্তার সঙ্গে পাল্লা দিয়ে ড্রেনেজ ব্যবস্থাও কার্যত ভেঙ্গে পড়েছে। ৫শ’ কিলোমিটার ড্রেনের মধ্যে একশ’ কিলোমিটারেরও বেশি কাঁচা। পাকা ড্রেনও ভাল অবস্থায় নেই। ড্রেনগুলো বদ্ধ হওয়ায় পানি নিষ্কাশনে বাঁধা পায়। অল্প বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। বগুড়া নগরীর কৃষ্ণচূড়া চত্বর, গলাপট্টি, গোহাইল রোডের একাংশ, টিনপট্টি, দত্তবাড়ি, সেউজগাড়ি, উপশহর, নিশিন্দারা, বাদুরতলা, প্রেসপট্টি, চেলোপাড়া, নারুলী, মালতিনগর এলাকার সড়ক ও ফিডার সড়কের বেহাল অবস্থা কাটেছই না। পৌর কর্তৃপক্ষ ভেঙ্গে পড়া সড়ক মেরামতের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের কাছে আলাদা দুইটি প্রকল্প তৈরি করে ২৪ কোটি টাকা বরাদ্দ চেয়েছে। এখন পর্যন্ত (এপ্রিলের প্রথম সপ্তাহ) ৩ দশমিক ২৫ কোটি টাকা বরাদ্দের আশ্বাস মিলেছে শুধু। পৌরসভার প্রকৌশল শাখা বলেছে, এই পরিমাণ অর্থ চাহিদার মাত্র ১২ শতাংশ। আশ্বাসের অর্থ মিললে তা দিয়ে সামান্য কিছু সড়ক মেরামত করা যাবে। বরাদ্দের পরিমাণ না বাড়ালে কাটছাঁট করে মেরামতের সংখ্যা কমিয়ে আনা হবে। আরেক সূত্র জানায়, পৌরসভার নিজস্ব অর্থায়নে ১৫ কিলোমিটার সড়ক মেরামত ও ৮ কিলোমিটার কাঁচা সড়ক উন্নয়নের দরপত্র আহ্বান করা হয়। যে পরিমাণ অর্থায়ন করা হয় তা দিয়ে অর্ধেক কাজ হয়নি। পৌরসভার একজন সহকারী প্রকৌশলী জানান, এক বছর আগে অতি বৃষ্টিতে ক্ষতি ৩৫ সড়কের ২০ কিলোমিটার অংশ মেরামতের জন্য জরুরী ভিত্তিতে তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়ের কাছে ১০ কোটি টাকা চাওয়া হয়। গত বছরের চাওয়া এই অর্থের মাত্র ১০ শতাংশ অর্থাৎ এক কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে চলতি বছর মার্চে। এই অর্থ শুধু ৮ নম্বর ওয়ার্ডের কয়েকটি ফিডার রোড মেরামতের জন্য দেয়া হয়। অন্যদিকে নগর কাঠামো উন্নয়নে এলজিইডি’র নেয়া গুরুত্বপূর্ণ প্রকল্পের আওতায় ৬টি সড়ক মেরামতের জন্য ১৪ কোটি টাকা চাওয়া হয়। এর বিপরীতে মাত্র ১ দশমিক ২৮ কোটি টাকা বরাদ্দের আশ্বাস মিলেছে। এসব বিষয়ে পৌর মেয়র মাহবুবর রহমান জানান, প্রথম শ্রেণীভুক্ত বগুড়া পৌরসভায় সরকারীভাবে বড় ধরনের আর্থিক সহায়তা না পেলে অবকাঠামো খাতের প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা সম্ভব নয়। তিনি জেনেছেন সম্প্রতি একনেক বৈঠকে বগুড়া পৌরসভার আগামী পাঁচ বছরের অবকাঠামো উন্নয়নের জন্য ১৪ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এই অর্থ দ্রুত পাওয়া গেলে কিছু কাজ করা যাবে।
×