ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শিক্ষকের বেত্রাঘাতে ৮ম শ্রেণীর কিশোর আহত, হাসপাতালে ভর্তি

প্রকাশিত: ০৮:১৩, ৬ এপ্রিল ২০১৮

   শিক্ষকের বেত্রাঘাতে ৮ম শ্রেণীর কিশোর আহত,  হাসপাতালে ভর্তি

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ৫ এপ্রিল ॥ স্কুলে অনুপস্থিত থাকায় ও পড়া না পারায় মাদারীপুরের কালকিনিতে এক শিক্ষকের বেত্রাঘাতে মিলন শিকদার (১৪) নামের এক অষ্টম শ্রেণীর শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তাকে আহত অবস্থায় বৃহস্পতিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে উপজেলার চলবল উচ্চ বিদ্যালয়ের ছাত্র। ভুক্তভোগী পরিবারের অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার নবগ্রাম এলাকার চলবল গ্রামের কৃষ্ণ শিকদারের স্কুল পড়ুয়া ছেলে মিলন শিকদার বুধবার স্কুল বন্ধ দেয় এবং আজ বৃহস্পতিবার বেলা ১১টায় বিদ্যালয়ের শ্রেণী কক্ষে বসে সাধারণ বিজ্ঞান ক্লাসে পড়া পারেনি। এতে ক্ষিপ্ত হয়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিটন চন্দ্র হালদার তাকে প্রচ- বেত্রাঘাত করে। এতে করে সে তাৎক্ষণিকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে স্থানীয়ভাবে সাময়িক চিকিৎসা দেয়া হয়। কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হলে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করা হয়। এ বিষয়ে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা প্রমথ রঞ্জন ঘটক বলেন, বিষয়টি দেখার জন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছি।
×