ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিদ্ধেশ্বরী থেকে নব্য জেএমবির নারী জঙ্গী নেত্রী নাবিলা গ্রেফতার

প্রকাশিত: ০৮:১০, ৬ এপ্রিল ২০১৮

সিদ্ধেশ্বরী থেকে নব্য জেএমবির নারী জঙ্গী নেত্রী নাবিলা গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ এবার রাজধানী ঢাকার সিদ্ধেশ্বরী থেকে কাউন্টার টেররিজম এ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের হাতে ধরা পড়েছেন হুমায়রা ওরফে নাবিলা নামে এক মহিলা জঙ্গী। কাউন্টার টেররিজম এ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট বলছে, হুমায়রা নব্য জেএমবির ‘ব্যাট উইম্যানসের’ প্রধান। তার স্বামী তানভীর ইয়াসির করিমও নব্য জেএমবিতে সম্পৃক্ত। গত বছরের নবেম্বরে তাকে গ্রেফতার করা হয়েছিল। অন্যদিকে জঙ্গী তামিম গ্রুপের সঙ্গে সম্পৃক্ততা থাকার অভিযোগে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকেও গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রীকে বুধবার গভীর রাতে গ্রেফতার করা হয়। গোয়েন্দা সূত্রে জানা গেছে, হোমায়রা ওরফে নাবিলা নব্য জেএমবির নারী শাখা ‘ব্যাট উইম্যান” এর প্রধান ছিলেন। ধনাঢ্য ব্যক্তির সন্তান হোমায়রা নিয়মিত জঙ্গিকাজে অর্থায়ন করতেন। ১৫ আগস্ট হোটেল ওলিও ইন্টারন্যাশনালে অভিযান চালিয়ে পুলিশ যে জঙ্গী হামলার চেষ্টা নস্যাত করে, সেই ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে প্রথমে খুলনা থেকে আত্মঘাতী বোমা হামলাকারী সাইফুলের বন্ধু আবদুল্লাহ বিন মোসাদ্দেক সামিকে গ্রেফতার করে। এরপর গত ২০ নবেম্বর গ্রেফতার দেখানো হয় করিম ইন্টারন্যাশনাল নামে একটি প্রকাশনা সংস্থার কর্ণধার তানভীর ইফাসিন করিমকে। বৃহস্পতিবার গ্রেফতার হওয়া হোমায়রা ওরফে নাবিলা হলেন তানভীরের স্ত্রী। পুলিশ বলছে, হোমায়রাই তানভীরকে জঙ্গীবাদে উদ্বুদ্ধ করেন এবং আকরাম হোসেন খান নিলয়ের মাধ্যমে জঙ্গী কর্মকান্ডে অর্থায়ন করেন। আকরামও এখন পুলিশের জিম্মায়। একটি সূত্র জানিয়েছে, হোমায়রার সম্পৃক্ততার বিষয়টি তারা আগে জানতে পেরেছিল, তবে তিনি অন্তঃসত্ত্বা থাকায় তাকে পুলিশ এত দিন গ্রেফতার করেনি। হোমায়রা ভিকারুননিসা নূন স্কুল এ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও মালয়েশিয়ায় পড়ালেখা করেছেন। হোমায়রার বাবার রাজধানীর হাতিরপুলে একটি বিলাসবহুল শপিংমল রয়েছে।
×