ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সুন্দরবনের আশপাশের ২৪ শিল্প প্রতিষ্ঠান পরিবেশের জন্য মারাত্মক হুমকি

প্রকাশিত: ০৮:০৭, ৬ এপ্রিল ২০১৮

সুন্দরবনের আশপাশের  ২৪ শিল্প প্রতিষ্ঠান পরিবেশের জন্য মারাত্মক হুমকি

স্টাফ রিপোর্টার ॥ বিশ্বের প্রথম ম্যানগ্রোভ বন হিসেবে স্বীকৃত বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের আশপাশে ১০ কিলোমিটারের মধ্যে ১৯০টি শিল্প প্রতিষ্ঠান রয়েছে। হাইকোর্টের নির্দেশনার পরিপ্রেক্ষিতে সরকারের সংশ্লিষ্টদের পক্ষ থেকে দাখিল করা প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। যার মধ্যে ২৪টি প্রতিষ্ঠান লাল শ্রেণীভুক্ত। এসব প্রতিষ্ঠান পরিবেশের জন্য মারাত্মক হুমকিস্বরূপ বলে প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ প্রতিবেদন উপস্থাপন করা হয়। পরে মামলার শুনানির জন্য আাগমী ৯ মে দিন ধার্য করা হয়েছে। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। পরে মোতাহার হোসেন সাজু বলেন, ২৪ আগস্ট হাইকোর্ট সুন্দরবনের ১০ কিলোমিটারের মধ্যে কতকগুলো শিল্প-কারখানা রয়েছে তার তালিকা ছয় মাসের মধ্যে জমা দিতে নির্দেশ দিয়েছিলেন। এ আদেশ অনুসারে পরিবেশ সচিব ও পরিবেশ অধিদফতরের মহাপরিচালকের পক্ষে তিনি এ প্রতিবেদন দাখিল করেন। পরিবেশ অধিদফতরের দেয়া এ প্রতিবেদনে বলা হয়, ‘হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী সুন্দরবন সংলগ্ন প্রতিবেশগত সঙ্কটাপন্ন এলাকায় বিদ্যমান শিল্প প্রতিষ্ঠানসমূহের তালিকাসহ পূর্ণাঙ্গ তথ্যাদির বিবরণ।’ ২৪টি লাল শ্রেণীর প্রতিষ্ঠানের বিষয়ে মোতাহার হোসেন সাজু বলেন, রেড জোনে যেগুলো সেগুলো সার্বিকভাবে পরিবেশের জন্য ক্ষতিকর। এজন্য রেড হিসেবে চিহ্নিত করা হয়। তবে রুল শুনানির সময় বিশেষজ্ঞ মতামতের দরকার।
×