ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাজীবের হাত বিচ্ছিন্ন

দুই বাস চালকের দুই দিন করে রিমান্ড

প্রকাশিত: ০৭:৪৯, ৬ এপ্রিল ২০১৮

দুই বাস চালকের দুই দিন করে রিমান্ড

স্টাফ রিপোর্টার ॥ তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেনের হাত বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় ওই দুই বাসের চালকের দু’দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। বৃহস্পতিবার তাদের ঢাকা মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করে শাহবাগ থানার তদন্ত কর্মকর্তা (উপ-পরিদর্শক) আফতাব আলী পুলিশ। তিনি মামলার সুষ্ঠু তদন্তের জন্য তিনদিন করে রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদ দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন। দুই চালক হচ্ছে বিআরটিসি বাসের চালক ওয়াহিদ ও স্বজন পরিবহনের বাসচালক মোঃ খোরশেদ। বুধবার এদের দু’জনকে গ্রেফতার করে পুলিশ। চিকিৎসকরা জানিয়েছেন, রাজীবের ডান হাত কনুইয়ের ওপর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রচুর রক্তক্ষরণ হয়। তবে তার অবস্থা এখন স্থিতিশীল। শাহবাগ থানার উপ-পরিদর্শক আফতাব আলী জানান, ঘটনার পরপরই স্বজন পরিবহনের চালক বাস রেখে পালিয়ে যায়। পরে বুধবার দোতলা বাসের চালক ওয়াহিদ ও স্বজন পরিবহনের বাসচালক মোঃ খোরশেদকে গ্রেফতার করা হয়।
×