ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভা ৮ এপ্রিল

প্রকাশিত: ০৭:৪৮, ৬ এপ্রিল ২০১৮

আওয়ামী লীগের  স্থানীয় সরকার  নির্বাচন মনোনয়ন  বোর্ডের সভা  ৮ এপ্রিল

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভা আগামী ৮ এপ্রিল রবিবার সন্ধ্যা ৭টায় গণভবনে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ এবং দলের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। জানা গেছে, এ বৈঠকে আসন্ন গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে দলের মেয়র প্রার্থী চূড়ান্ত করা হবে। আগামী ১৫ মে অনুষ্ঠিতব্য গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশীদের মাঝে বৃহস্পতিবার থেকে ফরম বিতরণ শুরু হয়েছে। শুক্রবার পর্যন্ত মনোনয়নের জন্য আবেদনপত্র বিতরণ চলবে। ধানম-ির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে এ ফরম সংগ্রহ করা যাচ্ছে। আগামীকাল ৭ এপ্রিল সন্ধ্যা ৭টার মধ্যে একই স্থানে এই মনোনয়নের আবেদন ফরম জমা দিতে হবে। উল্লেখ্য, সিটি কর্পোরেশনে নির্বাচনে যাদের নাম দফতরে পাঠাবে শুধু তারাই আওয়ামী লীগের ফরম ক্রয় করতে পারবেন। জানা গেছে, ৮ এপ্রিল মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেবে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড। এদিকে গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশনভুক্ত ওয়ার্ডগুলোর কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে স্ব-স্ব ওয়ার্ডগুলোকে ৩ সদস্যের প্যানেল তৈরি করে পাঠাতে বলা হয়েছে। প্রতিটি ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্যদের নিয়ে বর্ধিত সভা করে সম্ভাব্য প্রার্থীদের এই প্যানেল করতে বলা হয়েছে। প্যানেলটি মহানগর, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে প্রার্থীদের যোগ্যতা, নেতৃত্বের গুণাবলি ও জনপ্রিয়তা ইত্যাদি বিষয় উল্লেখ করে ৭ এপ্রিলের মধ্যে ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে পাঠাতে বলা হয়েছে।
×