ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফ্যাশনেবল বৈশাখ

প্রকাশিত: ০৭:১৩, ৬ এপ্রিল ২০১৮

ফ্যাশনেবল বৈশাখ

বৈশাখের মূল আকর্ষণ শাড়ি। এমনিতেই সাধারণত যারা শাড়ি এড়িয়ে চলেন, তারাও এই দিনে একবেলা শাড়ি পরেন। ছোট-বড় সবার জন্যই আছে শাড়ি। ছোটদের জন্য আলাদাভাবে সেলাই করা শাড়ি এনেছে ফ্যাশন হাউসগুলো। তাছাড়া সারা দিনের হৈ-হুল্লোড়ের জন্য সালোয়ার-কামিজ, সিঙ্গল কামিজ, কুর্তা, তাগা, টপস, কাফতান, স্কার্ট বা গাউন সবই পাবেন। সঙ্গে মিলিয়ে নিতে পারেন পালাজ্জো, ডিভাইডার, প্যান্ট, ধুতি, পাটিয়ালি ইত্যাদি। ছেলেদের জন্য পাঞ্জাবি আর ফতুয়ার পাশাপাশি শার্ট আর টি-শার্টও থাকছে। শিশুদের পোশাকেও নানা বৈচিত্র্য। শাড়ি, সালোয়ার-কামিজ, ফ্রক, টপস, স্কার্ট, লেহেঙ্গা, টি-শার্ট, শার্ট, ফতুয়া, পাঞ্জাবি সব কিছুই পাবেন। বৈশাখী মোটিফ আর ডিজাইন শখের হাঁড়ি, কাঁথা, হাতপাখা, আলপনাসহ হরেক রকম লোকজ নকশায় বর্ণিল হয়ে ওঠে বৈশাখের পোশাক। বাজারে এবারের বৈশাখী পোশাকেও মিলেছে নানা ডিজাইনের মেলা। সাদা-লালকে প্রাধান্য দিয়ে অন্যান্য রংয়ের সমন্বয় থাকছে ছেলে-মেয়ে উভয়ের পোশাকে। কাটেও এসেছে নতুনত্ব। ফ্যাশনে এখন ফিউশন অর্থাৎ দেশীয় ও পাশ্চাত্য ধাঁচের সমন্বয় বেশি জনপ্রিয়। বৈশাখে পাশ্চাত্য ধাঁচের পোশাকের চাহিদাও কম নয়। তাই প্রায় সব ডিজাইনার এবার পাশ্চাত্য প্যাটার্নের সঙ্গে দেশি নকশার সমন্বয় ঘটানোর চেষ্টা করেছেন। ডিজাইনার মারিয়া মুুমু ফ্লোরাল মোটিফ নিয়ে কাজ করছেন। গাউন ধাঁচের কামিজে ফ্রিল ও লেয়ারের ডিজাইন করেছেন। দেশী ও পশ্চিমা পোশাকের ফিউশন করে এবং ফুলেল নকশায় হ্যান্ড এ্যাম্ব্রয়ডারি ও হাতের কাজে সূক্ষ্ম জারদৌসী নকশায় উৎসব ফুটিয়ে তুলেছেন। বৈশাখে নানা লোকজ মোটিফ এবং দেশের নানা জায়গার প্রাকৃতিক দৃশ্যকে স্ক্রিন প্রিন্টের মাধ্যমে এবারের বৈশাখের টি-শার্ট ও শাড়ির ডিজাইন করা হচ্ছে। এছাড়া গরমের উপযোগী হালকা রংকে প্রধান্য দেয়া হচ্ছে। বৈশাখে শাড়ির আলাদা কদর থাকে। শাড়ির ডিজাইনে ফিউশন নকশা প্রাধান্য দিয়েছি। এখন তরুণীরা সালোয়ার-কামিজ সেটের চেয়ে সিঙ্গল কামিজেই বেশি স্বাচ্ছন্দ্য। সে কারণেই সিঙ্গল কামিজ ও টপসের কালেকশনে আলাদা মনোযোগ দেয়া হয়েছে। হরেক মাধ্যমে নকশার চেয়ে উৎসবের পোশাকে বিভিন্ন প্যাটার্ন আর কাটিং জনপ্রিয় বেশি। ডিজাইনেও এসব মাথায় রাখা হয়েছে। প্রায় সব ফ্যাশন হাউসই এবার থিমভিত্তিক ডিজাইনের পাশাপাশি পারিবারিক পোশাকে গুরুত্ব দিয়েছে। একই নকশা থাকছে শিশু, টিন, মা-বাবা ও বয়োজ্যেষ্ঠদের পোশাকে। শিশু ও টিনদের জন্য আলাদা মনোযোগ দিয়েছেন ডিজাইনাররা। বর্ষবরণে ছেলেদের পাঞ্জাবিতে নতুনত্ব এসেছে নকশায়। গত বছরের বডিফিটেড সেমি লং পাঞ্জাবি এবারও বহাল আছে। ডিজাইন মাধ্যমে স্ক্রিন প্রিন্ট, ন্যাচারাল ডাই, হ্যান্ড ও মেশিন এ্যাম্ব্রয়ডারি চোখে পড়ে। বোতাম প্লেটের বদলে এবার পাঞ্জাবির শোল্ডারে নকশা প্রাধান্য পেয়েছে। বয়স্কদের জন্য থাকছে বরাবরের মতোই ঢিলেঢালা কাটিংয়ের লং পাঞ্জাবি। বৈশাখের পোশাকের বর্ণনায় সব ডিজাইনারই একটি বিষয়ে একমত। সেটা স্বাচ্ছন্দ্য ও আরাম। গরমকে মাথায় রেখে প্রায় সব ফ্যাশন হাউসে সুতির কদর বেশি। সুতির সঙ্গে লিনেন, ভিসকস ও হাফ সিল্কের মতো আরামদায়ক ফ্যাব্রিকসও থাকছে। এক্সক্লুসিভ কালেকশনে মিলবে সিল্ক, মসলিন বা এন্ডির মতো শৌখিন কাপড়। বৈশাখের মূল আকর্ষণ বাহারি রং। উৎসব রাঙাতে উজ্জ্বল গাঢ় রং ব্যবহার হয়েছে। শাড়ি-ব্লাউজ থেকে শুরু করে কামিজ-কুর্তা, শিশুদের পোশাক আর ছেলেদের পাঞ্জাবিতে রংয়ের পসরা চান সবাই। সবার পছন্দ মাথায় রেখে কাজ করেন ডিজাইনাররা। লাল-সাদা তো থাকছেই। সবুজ, মেরুন, নীল, কমলা, বেগুনিসহ হরেক রং পাবেন পোশাকে। শুধু গাঢ় রং নয়, হালকা সব রঙের পসরা আছে।
×