ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এ্যাডভোকেট চিত্রা রায়;###;সুপ্রীমকোর্ট, বাংলাদেশ

আইনী পরামর্শ

প্রকাশিত: ০৭:০৪, ৬ এপ্রিল ২০১৮

আইনী পরামর্শ

প্রশ্ন : আমার বাড়ি দিনাজপুরে। আমার অল্প কিছু জমি আছে, তাতে বিভিন্ন রকম ফলমূল চাষ করে সংসার চালাই। আর ছোট ভাইকে রাজশাহীতে আমাদের এক পরিচিতের মাধ্যমে একটা স্বর্ণের দোকানে ক্যাশ কাউন্টারে চাকরির জন্য দেই। আমার ভাই সততার সঙ্গে কাজ করছিল প্রায় তিন বছর ধরে। হঠাৎ করে আমার ভাইয়ের দোকানে ক্যাশ কাউন্টারে প্রায় ৫০ হাজার টাকার গড়মিল দেখা যায়। মালিক পক্ষ তাকে জিজ্ঞাসা করে সে টাকা নিয়েছে কিনা। সে নাকি পুরো অস্বীকার করে। পরে পুলিশের কাছে স্বীকার করে সে টাকাটা নিয়েছে। আমি আমার ভাইয়ের জন্য খুবই চিন্তিত। আমি মালিক পক্ষকে অনেক হাত-পা ধরেছি আমার জমি বিক্রি করে আমি ৫০ হাজার টাকা দিয়ে দেব। কিন্তু তারা কোন কিছু শুনতে নারাজ। আমার ভাইয়ের কি শাস্তি হবে? উত্তর : আপনার ভাই খুবই খারাপ কাজ করেছে। মানুষের বিশ্বাস ভঙ্গ করেছে। আপনার ভাইকে দোকানের ক্যাশ কাউন্টারের দায়িত্ব বিশ্বাস করে দিয়েছিল। কিন্তু আপনার ভাই সে বিশ্বাস শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি। আপনার ভাই দোকানের ক্যাশ কাউন্টার নিজের দখলে আসার পর ৫০ হাজার টাকা অসৎ উদ্দেশ্যে আত্মসাত করে। এক্ষেত্রে আপনার ভাইয়ের অপরাধ প্রমাণিত হলে তার ৪০৮ ধারায় কর্মচারী বা চাকর কর্তৃক অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ, যার শাস্তি হতে পারে সাত বছর পর্যন্ত কারাদ-। আপনি একটা ভাল কাজ করেছেন, মালিক পক্ষকে বোঝানোর চেষ্টা করায়। মালিক পক্ষকে আরও বিনয়ের সঙ্গে বোঝানোর চেষ্টা করুন।
×