ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গবেষণা

প্রকাশিত: ০৫:৪৯, ৬ এপ্রিল ২০১৮

গবেষণা

সাক্ষাতকার নেবে রোবট! ভিডিও কলের মাধ্যমে চাকরি প্রার্থীদের সাক্ষাতকার নিতে পারে ‘ভিয়েরা’। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির কাজে লাগিয়ে কথার পিঠে কথাও বলতে পারে নারীর আদলে তৈরি রোবটটি। প্রশ্নের উত্তর শুনে বিভিন্ন অঙ্গভঙ্গিও করতে পারে। তৈরি করেছে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের প্রযুক্তি প্রতিষ্ঠান স্ট্রাফোরি। গুগল হোমে ব্লুটুথ প্রযুক্তি স্পিকারে ব্লুটুথ প্রযুক্তি থাকলেই চিন্তা নেই, ঘরে থাকা সব ক’টি স্পিকারে একসঙ্গে একই গান বাজাবে গুগল হোম স্পিকার। ফলে মুখের কথায় অনলাইন থেকে গুগল হোম স্পিকারে গান চালু করলেই সেগুলো ঘরের বিভিন্ন রুমে থাকা অন্য স্পিকারে শোনা যাবে। চাইলে একই রুমে একাধিক স্পিকার রেখে জোরে গান শোনারও সুযোগ মিলবে।
×