ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মস্তিস্ক ছাড়াও জেলিফিশ ঘুমায়!

প্রকাশিত: ০৫:৪৮, ৬ এপ্রিল ২০১৮

মস্তিস্ক ছাড়াও জেলিফিশ ঘুমায়!

নাম জেলিফিশ হলেও, এরা কিন্তু মোটেও ফিশ বা মাছ নয়। জীববিজ্ঞানীরা তাদের বিশ্লেষণ করে অন্তর্ভুক্ত করেছেন স্নিডারিয়া পর্বে। এই পর্বের অন্য জীবদের মধ্যে আছে প্রবাল এবং এনেমোন নামের এক ধরনের সামুদ্রক শিকারি ফুল। প্রায় ৫০ কোটি বছর ধরে সাগরের বুকে ভেসে বেড়াচ্ছে জেলিফিশ। কোথায় যাচ্ছে, কোন্ দিকে যাচ্ছে, তা বোঝার জন্য যে বুদ্ধিটুকু থাকা দরকার, তাও নেই তাদের। থাকবেই বা কিভাবে? বুদ্ধির জন্য মস্তিষ্ক তো থাকতে হবে! জেলিফিশের তাও নেই। তবে তাদের জটিল স্নায়ুতন্ত্র মস্তিষ্ক ছাড়াই সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে। জেলিফিশের কোন মস্তিষ্ক নেই, নেই কোন হৃদয়ও। কিন্তু তার পরও তারা ঘুমায়। বিজ্ঞানীরা বলছেন , ক্যাসিওপিয়া নামের জেলিফিশটি দিনের বেশিরভাগ সময়ই সাগরের তলদেশে কাটায়। রাতের সময়টা তারা ঘুমিয়ে কাটায় বলেও জানাচ্ছেন বিজ্ঞানীরা। এমনকি মানুষের মতোই তাদের জেগে উঠতেও সময় লাগে বেশ কিছুক্ষণ। সব সময় সমুদ্রের স্রোতের সঙ্গে ভেসে চলায় বিজ্ঞানীরা জেলিফিশকে প্ল্যাঙ্কটন হিসেবেই বিবেচনা করেন। নিজে থেকে কোথাও যাওয়া জেলিফিশের কাজ না। মাঝে মাঝে অবশ্য ঘণ্টায় ১০ কিলোমিটার পর্যন্ত গতি তুলতে পারে জেলিফিশ। তবে যে কোন ছোট আকারের পোকাও এর চেয়ে জোরে হাঁটতে পারে। সূত্র : বিবিসি
×