ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রথম স্বর্ণ বারমুডার ফ্লোরা ডাফির, ট্র্যাক সাইক্লিংয়ে অস্ট্রেলিয়ার হ্যাটট্রিক, ইয়ান থর্পের পর ম্যাক হর্টনের বাজিমাত, সেলি পিয়ারসনের নাম প্রত্যাহার, ১০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে অস্ট্রেলিয়ার মেয়েদের বিশ্বরেকর্ড, ট্রায়াথোলনে দক্ষিণ আফ্রিকাকে প্রথমবারের মত

পদকের লড়াইয়ে স্বাগতিক অস্ট্রেলিয়ার আধিপত্য

প্রকাশিত: ০৫:৩৭, ৬ এপ্রিল ২০১৮

পদকের লড়াইয়ে স্বাগতিক অস্ট্রেলিয়ার আধিপত্য

গোলাম মোস্তফা ॥ দীর্ঘ চার বছরের অপেক্ষা শেষে বুধবার বর্ণিল উদ্বোধন হয় ২১তম কমনওয়েলথ গেমসের। বৃহস্পতিবার টুর্নামেন্টের প্রথমদিনেই বাজিমাত করেন বারমুডার ফ্লোরা ডাফি। ৫৬.৫০ মিনিটে ফিনিশিং লাইন স্পর্শ করে মহিলা ট্রায়াথোলনের স্বর্ণপদক জিতে নেন তিনি। সেই সঙ্গে কমনওয়েলথ গেমসের প্রথম স্বর্ণপদকটাও নিজের করে নিলেন এই এ্যাথলেট। ইংল্যান্ডের জেসিকা লিয়ারমান্তকে পেছনে ফেলে গেমসের প্রথম স্বর্ণপদক নিজের শোকেসে তোলেন ফ্লোরা ডাফি। দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ডাফির চেয়ে মাত্র ৪৩ সেকেন্ড পেছনে থেকে প্রতিযোগিতা শেষ করে রৌপ্য জিতেছেন জেসিকা লিয়ারমান্ত। তৃতীয় হয়ে ব্রোঞ্জ জিতেছেন কানাডার জোয়ানা ব্রাউন। অস্ট্রেলিয়ান এ্যাথলেটদের মধ্যে সেরা হয়েছেন এ্যাশলে জেন্টল। পঞ্চম স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করেছেন তিনি। সুইমিংয়ে পিছিয়ে থাকার মাশুল দিতে হয়েছে বিশ্বের তিন নাম্বার তারকা। অস্ট্রেলিয়ার জিলিয়ান ব্যাকহাউস (৫৮.৫৪) এবং চারলোত্তে ম্যাকশান (৫৯.২০) যথাক্রমে নবম এবং ১১তম স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করেছেন। কমনওয়েলথ গেমসের প্রথম স্বর্ণ জিতে দারুণ রোমাঞ্চিত বারমুডার ফ্লোরা ডাফি। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘প্রায় চার বছর পরপর আসে এই গেমস। আর এই টুর্নামেন্টের স্বর্ণপদক জিতে আমি খুব খুশি। তবে এবার আমার ওপর সকলেরই প্রত্যাশা ছিল। যে কারণে চাপটাও একটু বেশি ছিল।’ ট্র্যাক সাইক্লিংয়ে বাজিমাত করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ব্রিসবেনে রেকর্ড গড়ে ইংল্যান্ডকে পরাজিত করে ৪০০০ মিটার দলগত সাইক্লিং ইভেন্টে স্বর্ণপদক জিতে স্বাগতিকরা। বৃহস্পতিবার ৩:৪৯.৮০৪ সেকেন্ডে ফিনিশিং লাইন স্পর্শ করেন অস্ট্রেলিয়ার সাইক্লিস্টরা। সেই সঙ্গে ছাড়িয়ে যায় ২০১৬ সালে রিও অলিম্পিকে গড়া গ্রেট ব্রিটেনের ৩:৪৯.৮০৪ সেকেন্ডের রেকর্ডকে। নিউজিল্যান্ডকে পরাজিত করে ৪০০০ মিটার দলগত ইভেন্টে স্বর্ণপদক জিতেছে অস্ট্রেলিয়ার প্রমীলা সাইক্লিস্টরাও। ৪ মিনিট ১৫.২১৪ সেকেন্ডে ফিনিশিং লাইন স্পর্শ করে কমনওয়েলথ গেমেসে নতুন রেকর্ড গড়ে স্বর্ণপদক জিতে তারা। এই ইভেন্টে ব্রোঞ্জপদক জিতেছে কানাডা। ট্রায়াথোলনে কমনওয়েলথ গেমসের ইতিহাসে দক্ষিণ আফ্রিকাকে প্রথমবারের মতো স্বর্ণপদক উপহার দিলেন হেনরি স্কোম্যান। এই ইভেন্টে রৌপ্যপদক জিতেছে অস্ট্রেলিয়ার জ্যাকব বার্টউইস্টল। আর ব্রোঞ্জপদক জিতেছেন স্কটল্যান্ডের মার্ক অস্টিন। কমনওয়েলথ গেমসের প্রথমদিনে স্বর্ণপদক জিতেছেন অস্ট্রেলিয়ার ম্যাক হর্টনও। ইয়ান থর্পের পর কমনওয়েলথ গেমসে অস্ট্রেলিয়ার প্রথম সাঁতারু হিসেবে ৪০০ মিটার ফ্রি-স্টাইলে স্বর্ণপদক জিতেন তিনি। ৩:৪৩.৭৬ সেকেন্ডে ফিনিশিং লাইন স্পর্শ করে সতীর্থ জ্যাক ম্যাকলাফলিন এবং ইংল্যান্ডের জেমস গাইকে পেছনে ফেলে স্বর্ণপদক জেতেন হর্টন। ২০১৬ সালের রিও অলিম্পিকেও স্বর্ণপদক জয়ের স্বাদ পেয়েছিলেন তিনি। তবে ভক্ত-অনুরাগীদের হতাশ করেছেন অস্ট্রেলিয়ার পোস্টার গার্ল সেলি পিয়ারসন। ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ না হওয়ার কারণে বৃহস্পতিবার টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেন তিনি। তবে ৪ী১০০ মিটার ফ্রি-স্টাইলে বিশ্ব রেকর্ড গড়েছে অস্ট্রেলিয়ার প্রমীলা সাঁতারুরা। বৃহস্পতিবার রাতে কানাডা এবং ইংল্যান্ডকে পরাজিত করে দ্বিতীয় স্বর্ণপদক জয়ের স্বাদ পায় তারা। ২১তম কমনওয়েলথ গেমসের প্রথমদিনে ভারোত্তোলনে ভারতের জয়জয়কার। দেশকে প্রথম পদক এনে দিলেন পি গুরুরাজ। পুরুষদের ৫৬ কেজি বিভাগে রৌপ্য জেতেন কর্নাটকি। তাকে ছাপিয়ে গিয়ে গোল্ডকোস্টে ভারতকে প্রথম সোনা এনে দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে মিরাবাই চানু। মহিলাদের ৪৮ কেজি বিভাগে সোনা জিতলেন বিশ্বচ্যাম্পিয়ন চানু। ৮৬ কেজি স্ন্যাচ ও ১১০ কেজি ক্লিন এ্যান্ড জার্কে মোট ১৯৬ কেজি ওজন তুলে সোনা জেতেন মণিপুরী কন্যা। তবে মজার ব্যাপার হলো, খেলা শুরু হওয়ার আগেই নিশ্চিত হয়ে যাওয়া পদক। এমন তথ্যে অনেকেই গড়াপেটার গন্ধ পেতে পারেন। তবে সে রকম ভাবার কোন কারণ নেই। আসলে কমনওয়েলথ বক্সিংয়ে সূচীই দায়ী এর জন্য। রিংয়ে নামার আগেই অস্ট্রেলিয়ার বক্সার টেলা রবার্টসন ন্যূনতম ব্রোঞ্জপদক জয় নিশ্চিত করে ফেললেন। মেয়েদের ৫১ কেজি বিভাগে এবার মাত্র ৭ জন বক্সার অংশগ্রহণ করেন। সুতরাং কোয়ার্টার ফাইনালে কোন একজন বাই পেতেন। ভাগ্য সঙ্গ দেয় ১৯ বছর বয়সী অস্ট্রেলিয়ার মহিলা বক্সারের। শেষ আটের লড়াইয়ে বাই পাওয়ায় রবার্টসন সরাসরি সেমিফাইনাল ম্যাচে রিংয়ে নামবেন। বক্সিংয়ে যেহেতু সেমিফাইনালে উঠলেই ব্রোঞ্জপদক নিশ্চিত করা যায়, তাই আয়োজক অস্ট্রেলিয়ার ঝুলিতে একটি পদক প্রথমদিনেই নিশ্চিত হয়ে যায়।
×