ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ, প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি মেসি, দুই আত্মঘাতী গোল ইতালিয়ান ক্লাবের, রেফারির সহায়তায় জিতেছে বার্সা!;###;বার্সিলোনা ৪-১ এএস রোমা

রোমার উপহারে সেমিফাইনালের পথে বার্সিলোনা

প্রকাশিত: ০৫:৩৭, ৬ এপ্রিল ২০১৮

রোমার উপহারে সেমিফাইনালের পথে বার্সিলোনা

জাহিদুল আলম জয় ॥ অন্য সবখানে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয় সময়ের দুই সেরা সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসির। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগেও একসময় ব্যক্তিগত দ্বৈরথ ছিল। তবে সময়ের পরিক্রমায় ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসরে নিজেকে অঘোষিত রাজা’য় পরিণত করেছেন সি আর সেভেন। আর ক্রমশই পেছনে পড়ছেন কাতালানদের ক্ষুদে জাদুকর। এই যেমন চলমান চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের কথাই ধরুন। জুভেন্টাসের মতো পরাশক্তির বিরুদ্ধে রোনাল্ডো জোড়া গোল করে রিয়ালকে দারুণ জয় উপহার দিয়েছেন। কিন্তু এএস রোমার মতো দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে গোল করতে পারেননি মেসি। তবে বুধবার রাতে ন্যুক্যাম্পে মেসি জাল খুঁজে না পেলেও রোমাকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে সেমিতে এক পা দিয়ে রেখেছে স্প্যানিশ পরাশক্তিরা। বার্সার জয়টি সহজ করে দিয়েছে অতিথিরাই। তারা স্বাগতিকদের প্রথম দু’টি গোলই উপহার দিয়েছে। অর্থাৎ দুইবারই রোমার ফুটবলার নিজেদের জালে বল জড়িয়েছেন। এরপর জেরার্ড পিকে ও লুইস সুয়ারেজ জয়ের ব্যবধান বাড়িয়েছেন। ১০ এপ্রিল রোমে ফিরতি লেগে কেমন প্রতিরোধ গড়তে পারে রোমা সেটাই দেখার। ড্যানিয়েল ডি রোসি ও কোসতাস মানোলাসের দুই আত্মঘাতী গোল ও পিকের দারুণ এক ফিনিশিংয়ে কাতালানরা ঘণ্টাখানেকের মধ্যেই ৩-০ গোলে এগিয়ে যায়। ৮০ মিনিটে অবশ্য এডিন জেকো রোমাকে একটি এ্যাওয়ে গোল উপহার দেন। কিন্তু ৮৭ মিনিটে সুয়ারেজের গোলে ইতালিয়ানদের সব আশাই কার্যত শেষ হয়ে যায়। এর অর্থ হচ্ছে আগামী সপ্তাহে ইতালি সফরে যাওয়ার আগেই শেষ চারে নিজেদের অবস্থান অনেকটাই নিশ্চিত করে ফেলেছে বার্সা। কিন্তু সব মিলিয়ে বার্সার আক্রমণভাগ নিয়ে আরেকবার দুঃশ্চিন্তা করতেই হচ্ছে। দুটি আত্মঘাতী গোলের সুফল না পেলে কিংবা রোমার কয়েকটি গোলের সুযোগ নষ্ট না হলে ফলাফল অন্যরকমও হতে পারতো। সেমিফাইনালের আগে এই বিষয়টি নিয়ে বার্সিলোনা কোচ আর্নেস্টো ভালভার্ডেকে নতুন করে চিন্তা করতে হচ্ছে। ইনজুরি কাটিয়ে দলে ফেরা মেসি অবশ্য নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। কিছুটা হলেও তাকে হতাশ মনে হয়েছে। হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে মেসি ছাড়াও মূল একাদশে ফেরেন সার্জিও বসকুয়েটস। তিন সপ্তাহ আগে চেলসির বিপক্ষে তিনি আঙ্গুলের ইনজুরিতে পড়েন। অন্যদিকে হ্যামস্ট্রিংয়ে টান পড়ায় খেলেননি রোমার মিডফিল্ডার রাডজা নেইগোলান। প্রথমার্ধের প্রায় পুরোটা সময়ই বার্সা ছন্দে ফিরতে ব্যর্থ ছিল। বিশেষ করে রোমার নয়জনকে নিয়ে সাজানো ডিফেন্স লাইনআপের বিপক্ষে বার্সার আক্রমণভাগ কিছুই করতে পারছিল না। মূলত মধ্যমাঠেই বার্সার আক্রমণ থেমে যাচ্ছিল। ইভান রাকিটিসের কার্ভিং ক্রস পোস্টে লেগে ফেরত আসাটা ছিল বার্সিলোনার হয়ে প্রথমার্ধে একমাত্র ভাল আক্রমণ। মিনিটখানেক পরেই ঠিক ডি বক্সের সামনে জেকোকে ফাউলের অপরাধে নেলসন সেমেডোর বিপক্ষে রোমার একটি পেনাল্টি আবেদন নাকচ করে দেন ডাচ রেফারি ড্যানি মাকেলি। পরবর্তীতে ইতালিয়ান টেলিভিশনে পেনাল্টির আবেদনটি নিয়ে বেশ হতাশা প্রকাশ করেছেন জেকো। ম্যাচ শেষে বার্সিলোনা ডিফেন্ডার পিকে বলেন, আমরা যদি গোলটি হজম না করতাম তবে ফলাফলটা আরও ভাল হতো। কিন্তু এটা নিয়ে আমরা কোন অভিযোগ করছি না। আমরা বেশ ভালভাবেই এগিয়ে আছি। এখন আমাদের লা লিগায় লেগানেস ও রোমার বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচ নিয়ে ভাবতে হবে। রোমা খুবই ভাল দল, তারা আমাদের দারুণভাবে প্রতিরোধ করেছে। তারা রক্ষণাত্মক কৌশলে খেললেও ভাল ফুটবল খেলেছে। একই সঙ্গে বিরতির পরে কিছুটা আগ্রাসী হয়ে উঠেছিল। আত্মঘাতী গোল প্রসঙ্গে পিকে বলেন, এটা ভাগ্য নয়, আমাদের অনেকগুলো শট এই মৌসুমে পোস্টে ফিরেছে। নিজেরা গোল করার কারণ হলো বার্সা প্রতিপক্ষ দলকে বল দিয়ে ঘিরে রেখেছিল। হারের পর রোমা কোচ ইউসেবিও বলেছেন, ম্যাচ জিততে রেফারির সহায়তা পেয়েছে স্বাগতিকরা। বার্সা জিতলেও ইউসেবিও প্রশ্ন তুলছেন রেফারির ম্যাচ পরিচালনা নিয়ে। তবে নিজেদের দেয়া আত্মঘাতী গোলও যে রোমাকে পিছিয়ে দিয়েছে সেটাও মেনে নিয়েছেন ইতালিয়ান কোচ। ইউসেবিও বলেন, বার্সিলোনা ইতোমধ্যে একটি শক্তিশালী দল, তাদের কোন সাহায্য নেয়ার প্রয়োজন নেই। তবে বার্সা আমাদের থেকে এবং রেফারি থেকেও সহায়তা পেয়েছে। দল দারুণ খেললেও বেশ কিছু ভুলের খেসারত দিতে হয়েছে রোমাকে, ইউসেবিও মনে করছেন এমনটাই। তার মতে আমরা দারুণ লড়াই করেছি, তবে বড় কিছু ভুলের খেসারত ও মূল্য দিতে হয়েছে আমাদের। ফুটবলাররা যেভাবে খেলেছে, তাতে আমি অবশ্য কাউকেই দোষ দিতে পারছি না।
×