ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আইপিএল ভাবমূর্তি ফেরাবে ক্রিকেটের?

প্রকাশিত: ০৫:২৮, ৬ এপ্রিল ২০১৮

আইপিএল ভাবমূর্তি ফেরাবে ক্রিকেটের?

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) টি২০ শুরু থেকেই টাকার অঙ্কে বিশ্বব্যাপী একটি আকর্ষণীয় ক্রিকেট আসর। বিশ্বের সব ক্রিকেটারেরই আরাধ্য একটি টুর্নামেন্ট হয়ে উঠেছে এটি। তাই অনেকেই আইপিএলকে টাকার খেলা হিসেবেই তকমা দিয়ে রাখেন। শুধু ক্রিকেটারদের বিশাল অঙ্কের পারিশ্রমিকই নয়, এই আসরের প্রতিটি পরতে পরতেই বিপুল অর্থের লগ্নি হয়ে থাকে। ব্যবসায়িক দিক থেকেও বিশ্বের যে কোন ক্রিকেট আসরের (আন্তর্জাতিক কিংবা ঘরোয়া) চেয়ে অর্থের অস্বাভাবিক ছড়াছড়ি থাকায় বেশ লাভবান ও ফলপ্রসূ এটি। তবে সাম্প্রতিক সময়ে কেপটাউন টেস্টে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বল টেম্পারিংয়ের ঘটনায় পুরো ক্রিকেট রাজ্যেই এক অশরীরী আত্মা যেন ভর করেছে। ভদ্রলোকের খেলা হিসেবে বিবেচিত ক্রিকেটের ভাবমূর্তিও ক্ষুণœ হয়েছে অনেকখানি। এবারের আইপিএল কী ফেরাতে পারবে সেই পরিশুদ্ধ ভাবমূর্তি? আইপিএল অনেক দিক থেকেই আকর্ষণীয় একটি আসর। এমনকি আন্তর্জাতিক ক্রিকেট সূচীতেও এই টুর্নামেন্ট চলার সময়টাতে তেমন ব্যস্ততা থাকে না। তবে আইপিএলেও কম সমালোচনা ও বিতর্ক তৈরি হয়নি, গত কয়েক বছর ধরে বিতর্কিত কিছু ঘটনাকে আড়াল করে পরিচ্ছন্ন ক্রিকেট আসর হিসেবে ভাবমূর্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এর আয়োজকরা। এবার আইপিএলের দিকে তাই মাইক্রোস্কোপিক (আনুবীক্ষণিক) দৃষ্টি মেলে থাকবে সহস্র কোটি চোখ। আর সে কারণেই বল টেম্পারিংয়ে অভিযুক্ত হওয়া অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ ও সহঅধিনায়ক ডেভিড ওয়ার্নারকে আইপিএল করেছে বহিষ্কার। এ দু’জনই আইপিএলের দুটি বড় ফ্র্যাঞ্চাইজির দলে নেতৃত্ব দেয়ার কথা ছিল। কিন্তু তারা থাকছেন না এবারের আইপিএলে। যদিও আইপিএল এই পদক্ষেপ না নিত তবু তারা অংশ নিতে পারতেন না। কারণ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এ দু’জনকেই সবধরনের ক্রিকেট থেকে ১ বছরের জন্য নিষিদ্ধ করেছে। স্মিথের দল রাজস্থান রয়্যালস দুই বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে এবার আইপিএলে ফিরেছে। ম্যাচ ফিক্সিংয়ের কলঙ্কে তারা এবং চেন্নাই সুপার কিংস (সিএসকে) এবার আইপিলে অংশ নেবে। আইপিএলের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা ললিত মোদী বর্তমানে ইংল্যান্ডে স্থায়ী হয়ে গেছেন দুর্নীতির দায়ে। দেশে ফিরলেই আইনী জটিলতায় তিনি কারাগারে চলে যেতে পারেন। এ কারণে এখন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এবার দারুণ সতর্ক সবধরনের সমালোচনা ও বিতর্ক এড়িয়ে পরিচ্ছন্ন আইপিএল আয়োজনে। এ বিষয়ে বিসিসিআই থেকে বলা হয়েছে, ‘বিসিসিআই বিশ্বাস করে আইপিএলে অংশ নেয়া প্রতিটি ক্রিকেটার এই খেলার ভাবমূর্তি অক্ষুণেœর জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে এবং আইন-কানুন মেনে ম্যাচ পরিচালনা কর্মকর্তাদের সম্মান করবে।’ স্মিথের পাশাপাশি ওয়ার্নারকেও সানরাইজার্স হায়দরাবাদ আগেই আইপিএলে খেলার বিধিনিষেধ দেয়।
×