ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফায়ার সার্ভিস এখন যে কোন দুর্ঘটনা মোকাবেলায় সক্ষম ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৫:১৭, ৬ এপ্রিল ২০১৮

ফায়ার সার্ভিস এখন যে কোন দুর্ঘটনা মোকাবেলায় সক্ষম ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, ৯-১০ বছর আগে যখন বড় বড় দুর্ঘটনা হতো, তখন আমরা তাকিয়ে তাকিয়ে আগুন জ্বলতে দেখতাম। বসুন্ধরা সিটির ৯ তলায় যখন আগুন লাগে, তখন আমরা ওপরে উঠতে পারিনি। তাজরিনের আগুন তাকিয়ে দেখেছি। সে সময় আমাদের তেমন ইক্যুইপমেন্ট ছিল না। আগুন নেভানোর জ্ঞানও ছিল না। এখন আমরা অনেক সক্ষম। বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক ফায়ার সেফটি এ্যান্ড সিকিউরিটি এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এখন আমরা উন্নত প্রযুক্তির যন্ত্রাংশ এনেছি। দক্ষ জনবল তৈরির মাধ্যমে সক্ষমতা অর্জন করেছি। এখন ফায়ার সার্ভিস যে কোন দুর্ঘটনা মোকাবেলা করতে সক্ষম। আমরা ক্ষমতা গ্রহণের আগে ১৯১টি ফায়ার স্টেশন ছিল, এখন ৩৩৫টি। কয়েক মাসের মধ্যে ৫৫৪ হবে। আমাদের দুর্ঘটনা মোকাবেলার সক্ষমতা অনেক বেড়েছে। ভূমিকম্প মোকাবেলায় ভলিন্টিয়ার তৈরি করছি। আসাদুজ্জামান খান কামাল জানান, অগ্নি নিরাপত্তাসহ দেশের সকল প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ-ঝুঁকি হ্রাস সংঘটিত দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে সরকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর। তবে সামগ্রিকভাবে সারাদেশের দুর্যোগ-ঝুঁকি কমিয়ে আনা এবং সংঘটিত দুর্যোগ মোকাবেলা করা এককভাবে একটি সরকারী প্রতিষ্ঠানের পক্ষে দুরূহ। জঙ্গীমুক্ত বাংলাদেশ গড়তে সরকার এগিয়ে যাচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, বিদেশীরা এখন আমাদের বলে কিভাবে আমরা জঙ্গী দমন করেছি। আমরা তাদের বলেছি, বাংলাদেশের মানুষের সহযোগিতায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দক্ষতার সঙ্গে জঙ্গী দমন করেছে। প্রধানমন্ত্রী নিজেই জঙ্গীমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে ডাক দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশে একটি স্থিতিশীল সরকার রয়েছে। যত দিন এই সরকার থাকবে, তত দিন দেশ এগিয়ে যাবে। র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ জানান, আমরা উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার যোগ্যতা অর্জন করেছি, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়েছি। এ ধারা বজায় রাখতে সেফটি ও সিকিউরিটি নিশ্চিত করতে হবে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান জানান, এ প্রদর্শনী সব ধরনের প্রতিষ্ঠানের জন্য একটি গ্রেট প্ল্যাটফর্ম। এখানে আন্তর্জাতিক সব অত্যাধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি রয়েছে। আশাকরি সবাই এতে উপকৃত হবেন। এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন জানান, আমি এ এক্সপোতে আগত বিদেশী প্রতিষ্ঠানদের অনুরোধ করছি, আমরাও সবক্ষেত্রে সমৃদ্ধশালী দেশ, আপনারা বাংলাদেশে ফায়ার ও সিকিউরিটি যন্ত্রপাতির ইন্ডাস্ট্রি দেন। বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান জানান, আমরা ফায়ার সেফটির দিক থেকে অনেক সমৃদ্ধ। তাও বলব আমাদের আরও এফিশিয়েন্ট ইক্যুইপমেন্ট আনতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন সময় আগুন লাগার ঘটনায় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা জন্য ১০ জন আগুন সৈনিককে সম্মাননা প্রদান করা হয়। ৫ এপ্রিল থেকে শুরু হওয়া এই এক্সপো চলবে আগামী ৭ এপ্রিল পর্যন্ত। এই এক্সপোতে ৩০ দেশের ৬০ প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
×