ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শান্তিপূর্ণ পরীক্ষা

এইচএসসির তৃতীয় দিনেও প্রশ্ন ফাঁসের কোন অভিযোগ নেই

প্রকাশিত: ০৫:১৫, ৬ এপ্রিল ২০১৮

এইচএসসির তৃতীয় দিনেও প্রশ্ন ফাঁসের কোন অভিযোগ নেই

স্টাফ রিপোর্টার ॥ প্রথম দু’দিনের মতো প্রশ্ন ফাঁসের সঙ্কট ছাড়াই সারাদেশে শান্তিপূর্ণভাবে পরীক্ষার তৃতীয় দিন পার করেছে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা। বৃহস্পতিবার তৃতীয় দিন অনুষ্ঠিত হয়েছে ইংরেজী প্রথমপত্র পরীক্ষা। সক্রিয় ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কমিটিগুলো। তৃতীয় দিনে অনুপস্থিত ছিল ১৪ হাজার পরীক্ষার্থী, বহিষ্কার হয়েছে ১৭৯ জন। কেন্দ্রে স্মার্টফোন রাখার দায়ে বহিষ্কার হয়েছে ৫৭ জন। যাদের মধ্যে রাজধানীর একটি কলেজেই রয়েছেন ৩২ শিক্ষার্থী। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলে এই পরীক্ষা। পরীক্ষাকে ঘিরে সোমবার প্রথম দিন থেকেই ফেসবুক, হোয়াটসএ্যাপসহ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। আগের পরীক্ষাগুলোর মতোই একটি অসাধু চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রশ্ন দেয়ার বিজ্ঞাপন দিয়েছে। প্রশ্নপত্র লেনদেনের জন্য ফেসবুক ও হোয়াটসএ্যাপে খোলা হয়েছে ক্লোজ চ্যাট গ্রুপ। তবে এসব গ্রুপে পাওয়া প্রশ্নের সঙ্গে কোথাও মূল প্রশ্নপত্রের কোন মিল পাওয়া যায়নি। শিক্ষা বোর্ডের কাছে তৃতীয় দিনও প্রশ্নপত্র ফাঁসের কোন অভিযোগ আসেনি বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার বলেন, এখন পর্যন্ত তিনটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সব পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। আমরা এখন পর্যন্ত প্রশ্নপত্র ফাঁসের কোন অভিযোগ পাইনি। ভুয়া প্রশ্নপত্র বিতরণের অভিযোগে আটক ১ ॥ ফসবুকে এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র সংগ্রহ ও বিতরণের অভিযোগে মোঃ মাহফুজুর রহমান ওরফে মাহফুজ নামে একজনকে আটক করেছে র‌্যাব-২। ভোর ৫টার দিকে রাজধানীর মিরপুরের কল্যাণপুর থেকে আটক করা হয়। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-২-এর সহকারী পরিচালক (এএসপি মিডিয়া) মোঃ শাহিনুর ইসলাম এই তথ্য জানান। র‌্যাব জানায়, আটক মাহফুজ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ডিপার্টমেন্টের অষ্টম সেমিস্টারের ছাত্র। থাকে মিরপুরের কল্যাণপুরে। তার গ্রামের বাড়ি নওগাঁ জেলার পতœীতলা থানার নতুন হাট এলাকায়। স্মার্টফোন রাখার দায়ে রাজধানীতে একই কলেজের ৩২ শিক্ষার্থী বহিষ্কার ॥ পরীক্ষার হলে স্মার্টফোন রাখার দায়ে রাজধানীর আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল এ্যান্ড কলেজ কেন্দ্রের ৩২ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তারা সবাই সোহরাওয়ার্দী কলেজের ছাত্র। এছাড়া হাজী সেলিম কলেজের এক ছাত্রকে স্মার্টফোন রাখার দায়ে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় দুই কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এদিকে নিলফামারী থেকে জনকণ্ঠের স্টাফ রিপোর্টার জানিয়েছেন, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন নীলফামারীর তিনটি কেন্দ্র থেকে ২৮ পরীক্ষার্থীকে বহিষ্কার করেছে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট। যাদের বহিষ্কার করা হয়েছে তারা পরীক্ষাকেন্দ্রের নিয়ম ভঙ্গ করে সঙ্গে মুঠোফোনের সাহায্যে নকল করার দায়ে বহিষ্কার হয়। এরমধ্যে সৈয়দপুর কারিগরি মহাবিদ্যালয় কেন্দ্রে এইচএসসি ইংরেজী প্রথম পত্রে ৬ জন, নীলফামারী বিএম কলেজ কেন্দ্রে এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনায় ইংরেজী দ্বিতীয় পত্রে ২১ জন ও ডোমার বিএম কলেজ কেন্দ্রে ১ পরীক্ষার্থীসহ ২৮ জন বহিষ্কার হয়। নীলফামারী জেলা প্রশাসনের শিক্ষা শাখা সূত্র বিয়ষটি নিশ্চিত করে। এদিকে সৈয়দপুর সরকারী কারিগরি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কেন্দ্র সচিব ড. শাহ্ আমির আলী আজাদ জানান, পরীক্ষা চলাকালে পরীক্ষা কক্ষে সঙ্গে মুঠোফোন রাখার অভিযোগে সৈয়দপুর কলেজের ৬ পরীক্ষার্থীকে বহিষ্কার করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বজলুর রশিদ। ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা জানান ডোমার বিএম কলেজ কেন্দ্র হতে নকলের দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম বলেন, আমরা নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের চেষ্টা করছি। সেই সঙ্গে পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের জন্য শিক্ষা মন্ত্রণালয় যে নীতিমালা ও আইন জারি করেছে সে দিকে খেয়াল রাখছি। জামালপুর সংবাদাতা জানিয়েছেন, র‌্যাব-১৪ এর একটি আভিযানিক দল জামালপুরের সরিষাবাড়ী উপজেলা থেকে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতারক চক্রের সক্রিয় সদস্য মোঃ হুমায়ুনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার ভাটারা বাজারের চরকৃষ্ণপুর সেতু এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোঃ হুমায়ুন চরকৃষ্ণপুর গ্রামের মোঃ কেসমত আলীর ছেলে। এ বিষয়ে সরিষাবাড়ী থানায় একটি মামলা দায়ের হয়েছে। ঠাকুরগাঁও থেকে নিজস্ব সংবাদদাতা জানান, জেলার রানীশংকৈল উপজেলায় অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার একটি কেন্দ্রে স্থানীয় সংসদ সদস্য সদলবলে প্রবেশ করায় দিনাজপুর বোর্ড রানীশংকৈল মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্র সচিব তফিল উদ্দীনকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে। নোটিসে বলা হয় এইচএসসি পরীক্ষা চলাকালীন আপনার কেন্দ্রে পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন কতিপয় ব্যক্তি কক্ষে প্রবেশ করে মর্মে অভিযোগ পাওয়া গেছে। পাবলিক পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ কাজে দায়িত্বে অবহেলার কারণে কেন আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না মর্মে আগামী ১১ এপ্রিলের মধ্যে জবাব দিতে বলা হলো। কেন্দ্র সচিব অধ্যক্ষ তফিল উদ্দীন বলেন, ঠাকুরগাঁও ৩ আসনের এমপি আবু ইয়াছিন আলী বুধবার পরীক্ষা কেন্দ্রে এসেছিলেন তাই আমাকে শোকজ করা হয়েছে। আগামী ১১ তারিখের মধ্যেই আমি এর জবাব দেব। পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান বলেন, দায়িত্বে অবহেলার কারণে কেন্দ্র সচিবকে নোটিস প্রদান করা হয়েছে।
×