ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উবাচ

প্রকাশিত: ০৫:০৪, ৬ এপ্রিল ২০১৮

উবাচ

ভুলের চোরাবালি স্টাফ রিপোর্টার ॥ নেতিবাচক রাজনীতির কারণে বিএনপি ‘ভুলের চোরাবালিতে’ আটকে গেছে বলে মনে করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ক্ষমতায় থাকার সময় ২১ আগস্ট গ্রেনেড হামলা করে দেশের রাজনীতি ধ্বংস আর ১০ ট্রাক অস্ত্র এনে প্রতিবেশী দেশের সন্ত্রাসীদের হাতে তুলে দিতে চেয়েছিল বিএনপি। আর ক্ষমতার বাইরে থেকে নির্বিচারে পেট্রোল বোমা মেরে আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মেরেছে এই এই রাজনৈতিক সংগঠনটি। ক্ষমতা এবং ক্ষমতার বাইরে দুই ক্ষেত্রেই নেতিবাচক রাজনীতির উদাহরণ সৃষ্টি করেছে দলটি। ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির অতীতের রাজনীতি ছিল সহিংসতার রাজনীতি। তাই জনগণ তাদের প্রত্যাখান করেছে। আর বিএনপির রাজনীতি নেতিবাচক, তাই তারা ভুলের চোরাবালিতে আটকে গেছে।’ চাপাবাজি স্টাফ রিপোর্টার ॥ সরকারের প্রবৃদ্ধির প্রাক্কলনকে চাপাবাজি বলছেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। চলতি অর্থবছর শেষে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে এক হাজার ৭৫২ ডলার হবে বলে প্রাক্কলন করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। সেই সঙ্গে এবার জিডিপি প্রবৃদ্ধি বাজেটের প্রত্যাশা ছাড়িয়ে রেকর্ড ৭ দশমিক ৬৫ শতাংশ হবে বলে সরকার আশা করছে। গত অর্থ বছরেও দেশের প্রবৃদ্ধির স্বীকৃতি দিয়েছিল বিশ^ব্যাংক জাইকা ছাড়া অন্য দাতা সংস্থাগুলো। তবে বিএনপির ভাষায় এসবই চাপাবাজি হলে দাতা সংস্থাগুলো সরকারের বিশ্লেষণে কিভাবে একমত পোষণ করে? রিজভী বলছেন, সরকারের সীমাহীন লুটপাট আর দুর্নীতিতে আর্থিকখাত ধ্বংস হয়ে গেছে। রাজকোষ কেলেঙ্কারিসহ সমস্ত ব্যাংক লুট করে ফোকলা করে দেয়া হয়েছে। ব্যাংকের স্বাভাবিক লেনদেনেও বর্তমানে প্রভাব পড়েছে, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ কমতে কমতে এখন সর্বনিম্ন পর্যায়ে। রিজভী বলেন, ‘জিডিপির প্রবৃদ্ধি বাড়ার সরকারী ঘোষণা.. এটা চাপাবাজি ছাড়া আর কিছু না। বর্তমানে আওয়ামী লীগ একটি বিরাট দুর্নীতি ও চুরির মহাবিদ্যালয়, যেখানে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের শিক্ষা দেয়া হয়। চুরি বিদ্যা মহাবিদ্যা- একমাত্র আওয়ামী লীগই অর্জন করেছে। সর্বোচ্চ সুবিধা স্টাফ রিপোর্টার ॥ একটি কারাগারে মাত্র একজন বন্দী। এমন সুবিধা খুব কম বন্দীই পান। জিয়া এতিমখানা দুর্নীতি মামলার রায়ের পর বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে পুরান ঢাকার পুরাতন কারাগারে একলা রাখা হয়েছে। এখানে একজন মাত্র বন্দী আর এই বন্দীকে পাহারা দিতে বিপুল আয়োজন। এ ছাড়াও আছে নানা আয়োজন। আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ‘শীতাতপ নিয়ন্ত্রিত সুবিধা কোন ডিভিশনে দেয়া হয় না। কিন্তু খালেদা জিয়া তা পাচ্ছেন। তার সঙ্গে একজন সেবিকা চেয়েছেন, তার ব্যক্তিগত সেবিকাকে দেয়া হয়েছে। তিনি যদি আরও কাউকে চান, তাও দেয়া হবে। তার মতো সুবিধা এর আগে কেউই পায়নি। বিএনপি নেতাদের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, ‘মির্জা ফখরুল সাহেব সংবাদ সম্মেলন করে বলেছেন, গত ১০ বছরে দেশে গণতন্ত্রের কবর হয়েছে। আমি বলতে চাই, বিএনপি নির্বাচনে অংশ না নিয়ে ও নির্বাচন বানচাল করে গণতন্ত্রের কবর দিতে ব্যর্থ হয়েছে বলেই তাদের এত জ্বালা। সরকারের কাছ থেকে নেয়া জমিতে বিএনপির কোন কোন নেতা পাঁচ তারকা হোটেল তৈরি করেছেন, তার হিসাব সরকারের কাছে আছে বলে মন্তব্য করেছেন ড. হাছান মাহমুদ।
×