ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজীবের চিকিৎসার খরচ বহন করবে সরকার, চাকরিও দেবে ॥ স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ০৫:০৩, ৬ এপ্রিল ২০১৮

 রাজীবের চিকিৎসার খরচ বহন করবে সরকার, চাকরিও দেবে ॥ স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ সড়ক দুর্ঘটনায় ডান হাত হারানো রাজীব হোসেনের চিকিৎসার যাবতীয় খরচ সরকার বহন করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। রাজীব সুস্থ হলে তাকে সরকারী চাকরি দেয়ার আশ্বাসও দিয়ে তিনি বলেন, রাজীব মা-বাবা হারানো এতিম। এ কারণে সরকার তার যাবতীয় চিকিৎসার খরচ বহন করবে। তার আরও দুই ভাইয়ের ভবিষ্যতের দিকটি খেয়াল রেখে সুস্থ হলে তাকে সরকারী চাকরি দেয়া হবে। এমন মানবিক বিষয়ে সহযোগিতার হাত বাড়াতে সব সময় পাশে রয়েছে সরকার। বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিতুমীর কলেজের স্নাতকের ছাত্র রাজীব হোসেনের চিকিৎসা এবং তার স্বাস্থ্যের খোঁজ নিতে যান মোহাম্মদ নাসিম। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রাজীবকে দেখার পর স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে রাজশাহীর সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটের প্রতিষ্ঠাতা পরিচালক সামন্ত লাল সেন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মন্ত্রী নাসিম বলেন, রাজীব সুস্থ হওয়ার পর মেডিক্যাল বোর্ড যদি মনে করে, তার হাত পুনঃস্থাপন করা যাবে, তাহলে সরকারের পক্ষ থেকে এ ব্যবস্থাও নেয়া হবে। এ সময় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, তার অবস্থা এখনও আশঙ্কামুক্ত নয়। এ কারণে তার সিটিস্ক্যান করানো হবে। তার সুস্থতার বিষয়ে তারা দোয়া চান। গত মঙ্গলবার বিআরটিসির একটি দোতলা বাসের পেছনের ফটকে দাঁড়িয়ে গন্তব্যে যাচ্ছিলেন ছাত্র রাজীব হোসেন। এ সময় স্বজন পরিবহনের একটি বাস বিআরটিসির বাসটিকে পেরিয়ে যাওয়ার বা ওভারটেক করার জন্য বাঁ দিকে গা ঘেঁষে পড়ে। দুই বাসের প্রবল চাপে রাজীবের হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে পথচারীরা তাকে শমরিতা হাসপাতালে ভর্তি করে। সেখানে রাজীবের চিকিৎসা ব্যয়ের বিল একদিনেই দাঁড়িয়েছিল ১ লাখ ২৬ হাজার টাকা। স্বজনেরা সব টাকা পরিশোধ করতে পারেননি। ৩৫ হাজার টাকা দিয়েছেন। বাকি টাকা পরে দেবেনÑ এমন লিখিত দেয়ার পর বিকেলে রাজীবকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের অনুমতি দেয়া হয়। শমরিতা হাসপাতালের বিলের বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে মোহাম্মদ নাসিম বলেন, সেখানে কত খরচ হয়েছে, তার হিসাব নেয়া হবে। ওই টাকাও সরকারের পক্ষ থেকে পরিশোধ করা হবে। বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে উন্নয়ন বন্ধ হয়ে যাবে ॥ স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ থেকে জানান, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম উন্নয়নকামী জনগণকে সতর্ক করে দিয়ে বলেছেন, বিএনপি জামায়াত চক্র ক্ষমতায় এলে দেশের সার্বিক উন্নয়ন বন্ধ হয়ে যাবে। দেশ অন্ধকারে নিমজ্জিত হবে। তিনি উন্নয়ন ও শান্তির স্বার্থে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আবারও নৌকা মার্কায় ভোট দেবার আহ্বান জানিয়েছেন। তিনি বৃহস্পতিবার বিকেলে মুক্তির সোপানে পরিবার পরিকল্পনা অধিদফতরের এসবিসিসি পরিবার পরিকল্পনা মেলার সমাপনী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠিত সমাবেশে বিএনপিকে নির্বাচনে প্রস্তুতি নেবার আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম আরও বলেছেন, ষড়যন্ত্র করে লাভ হবে না। একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে। নির্বাচনকালীন সরকার দৈনন্দিন কাজ করবে। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ, জনগণ ভোটের মালিক। ভোটাররা নির্ধারণ করবে কোন দল ক্ষমতায় আসবে। কারা দেশ পরিচালনা করবে। সমাবেশে তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হেলালুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর আলম খান, সিভিল সার্জন ডাঃ কাজী শামীম হোসেন, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা ও সদর উপজেলা টিএফপিও রেবেকা সুলতান প্রমুখ।
×