ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টুকরো খবর

প্রকাশিত: ০৪:৪৫, ৬ এপ্রিল ২০১৮

টুকরো খবর

বজ্রপাতে কৃষকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৫ এপ্রিল ॥ জেলার হরিপুর উপজেলায় বৃহস্পতিবার ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে নুর আলম (৪৫) নামে এক কৃষক মারা গেছেন। পরিবারের লোকজন জানান, দুপুর আড়াইটার দিকে উপজেলার টেংরিয়া গ্রামের বাসিন্দা দাইমুদ্দিনের ছেলে নুর আলম ধান ক্ষেতে কাজ করছিল। এ সময় বৃষ্টি শুরু হলে তিনি বাড়ির দিকে রওনা হন এবং পথিমধ্যে বজ্রপাত হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। . ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর কর্ণফুলী থানার মইজ্যারটেক এলাকায় লবণ বোঝাই একটি কাভার্ডভ্যান থেকে উদ্ধার হয়েছে ১ লাখ ২০ হাজার ইয়াবা। গ্রেফতার করা হয়েছে এর সঙ্গে সংশ্লিষ্ট ২ জনকে। বৃহস্পতিবার সকালে নগর গোয়েন্দা পুলিশ অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, টেকনাফ থেকে চট্টগ্রামে এসেছিল এই কাভার্ড ভ্যানটি। সকাল ৯টার দিকে এতে তল্লাশি চালান হয়। উদ্ধার হয় এই ইয়াবা ট্যাবলেটগুলো। . মাদক বিক্রেতা ছেলে জেলে সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ, ৫ এপ্রিল ॥ মায়ের অভিযোগে মাদক বিক্রেতা এক ছেলের দেড় বছরের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুর রহমান এই সাজা দেন। সাজাপ্রাপ্ত মাদক বিক্রেতা আব্দুর রহিম মোয়াজ্জেমপুর ইউনিয়নের সৈয়দগাঁ গ্রামের সাহেদ আলীর ছেলে। জানা যায়, রহিমের মা হাফেজা খাতুন ও স্ত্রী নাদিরা আক্তারের অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ বুধবার রাতে রহিমকে গাঁজাসহ গ্রেফতার করে। পরে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমানের ভ্রাম্যমাণ আদালতের হাজির করলে তাকে দেড় বছরের কারাদ- দেয়া হয়। . বদলি পরীক্ষা দিতে এসে ধরা স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ এক পরীক্ষার্থীর বদলি পরীক্ষা দিতে গিয়ে এইচএসসি পরীক্ষা কেন্দ্র থেকে বৃহস্পতিবার এক যুবক গ্রেফতার হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদ- ও পাঁচশত টাকা অর্থদ-ে দ-িত করে। তার নাম ইয়াসিন আরাফাত (২৪)। জয়দেবপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এইচএসসি’র ইংরেজী প্রথম পত্রের পরীক্ষা চলছিল। এ সময় ওই কেন্দ্রের একটি কক্ষে ভাওয়াল বদরে আলম সরকারী কলেজের মানবিক শাখার সুব্রত মজুমদার নামের এক পরীক্ষার্থীর প্রবেশপত্র নিয়ে তার পরিবর্তে বদলি পরীক্ষা দিচ্ছিল ইয়াসিন। প্রবেশপত্রে লাগানো ছবিটির সঙ্গে ইয়াসিনের মিল না থাকায় সে ধরা পড়ে। . জামাই আটক নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৪ এপ্রিল ॥ শহরের হঠাৎপাড়া মহল্লায় কন্যাকে নির্যাতনের প্রতিবাদ করায় পাষ- এক জামাতা শ্বশুরকে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে। এ ঘটনায় এলাকাবাসী জামাতা জালাল উদ্দীন (৩৫) কে আটক করে পুলিশে সোপর্দ করেছে। বৃহস্পতিবার সকাল ৯টায় এ ঘটনা ঘটে। আহত শ্বশুর ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। জানা যায়, ঠাকুরগাঁও শহরের হঠাৎপাড়া মহল্লার বাসিন্দা ও ফেরিওয়ালা আব্দুল গফুর কয়েক বছর আগে তার দ্বিতীয় কন্যা আরফিনা বেগমকে বিয়ে দেন। জামাতা জালাল উদ্দীন বিয়ের পর ঠাকুরগাঁও শহরে চলে আসে এবং শ্বশুরের ভাড়াটে বাসার পাশে ভাড়া বাসায় উঠে। সে ভাংরি মাল কুড়িয়ে সংসার চালিয়ে আসছিল। অভাব অনটনের কারণে তার স্ত্রী আরফিনা বেগমও মানুষের বাড়িতে কাজ করে আসছিল। ছোট ছোট সন্তানকে বাড়িতে রেখে কাজে যাওয়ায় তার স্বামী ক্ষিপ্ত হয়ে উঠে এবং গত কয়েকদিন ধরে স্ত্রী আরফিনাকে মারপিট করছিল। এ অবস্থা সহ্য করতে না পেরে শ্বশুর গফুর বৃহস্পতিবার সকালে জামাতার ভাড়া বাড়ির মালিককে মেয়ে জামাতাকে তার বাড়ি থেকে বের করে দেয়ার অনুরোধ জানায়। . প্রধান শিক্ষকের অপসারণ দাবি স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের দিদিহার শের-ই বাংলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা ঝর্নার অপসারণ দাবিতে বৃহস্পতিবার বেলা এগারোটায় বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যরা। প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তদন্তে গিয়ে সহকারী শিক্ষা কর্মকর্তা চুন্নু ফকির বিক্ষুব্ধদের তোপের মুখে পড়েছেন। . চালককে বেঁধে নির্যাতন নিজস্ব সংবাদদাতা, সাভার, ৫ এপ্রিল ॥ সাভারে চুক্তিতে নেয়া গাড়ির ভাড়ার মাত্র একদিনের টাকা পরিশোধ না করতে পারায় চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেছে গাড়ির মালিক। আশঙ্কাজনক অবস্থায় ওই চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত গাড়ি চালক আনোয়ার পারভেজ (৩৭) জানায়, সে ‘সাভার পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসের মালিককের সঙ্গে প্রতিদিন ৩ হাজার টাকা প্রদানের চুক্তিতে গাড়ি চালিয়ে আসছিল। বুধবার ভাড়ার ৩ হাজার টাকা পরিশোধ করতে না পারায় গাড়ির মালিক নুর ইসলাম তাকে গাছের সঙ্গে বেঁধে মধ্যযুগীয় কায়দায় তাকে মারধর করে। . ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু সংবাদদাতা, মাধবপুর, হবিগঞ্জ, ৫ এপ্রিল ॥ মাধবপুরে ট্রেনে কাটা পরে আব্দুল খালেক (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল পৌনে ১১টায় হরষপুর রেলস্টেশনের অদূরে সুলতানপুর রাস্তার নিকট এ ঘটনা ঘটে। তিনি উপজেলার ধর্মঘর ইউনিয়নের সুলতানপুর গ্রামের বাসিন্দা। হরষপুর রেলস্টেশন মাস্টার ফরশ আলী জানান, বৃহস্পতিবার সকালে আব্দুল খালেক হরষপুর বাজারে দুধ বিক্রি করে রেল লাইনের ওপর দিয়ে হেটে বাড়িতে যাচ্ছিল। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর কলোনি ট্রেনের নিচে পরে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। . দুই ইটভাঁটির লাখ টাকা জরিমানা নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৫ এপ্রিল ॥ জেলার হাওড় অধ্যুষিত অষ্টগ্রামে লাইসেন্স ছাড়া ইটভাঁটি পরিচালনার দায়ে দুইটি ইটভাঁটিকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে ইউএনও সালাহ উদ্দিন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অর্থদন্ডে দন্ডিত দু’টি ইটভাঁটি হচ্ছে-উপজেলার দেওঘর আলীনগর এলাকার কেবিএস ব্রিকস ফিল্ড এবং কাস্তুল বাহাদুরপুর এলাকার রিফাত ব্রিকস ফিল্ড। . ধর্ষণের প্রতিবাদে রাবিতে মানববন্ধন রাবি সংবাদদাতা ॥ দেশব্যাপী ধর্ষণ ও যৌন হয়রানির প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন করেছে ইংরেজী বিভাগের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর পৌনে দুইটায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ‘ধর্ষকের শাস্তি ফাঁসি চাই’ স্লোগানে এ মানববন্ধন করেন তারা।মানববন্ধনে বক্তারা বলেন, মানুষ জন্মগতভাবে খারাপ নয়, পরিবেশের সংস্পর্শে ধীরে ধীরে তার পরিবর্তন হয়। ছোট পোষাকে কোন মেয়ে দেখলেই ধর্ষণ করতে হবে এ কেমন মানসিকতা? ধর্ষণ তো দূরের কথা, আজ যার মনে ধর্ষণের ইচ্ছা জাগে সে আগামী দিনের ধর্ষক। সমাজে যে যৌন হয়রানির ঘটনা ঘটছে কোন এক সময়ে আমরা যে এর ভূক্তভোগী হবো না এর নিশ্চয়তা কী? এ সমস্যা সমাধানে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে, প্রতিবাদ করতে হবে। ধর্ষক ও যৌন হয়রানিকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। . কুশিয়ারা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ দক্ষিণ সুরমার মোগলাবাজার রেলওয়ে স্টেশনে মেইল ট্রেন কুশিয়ারা এক্সপ্রেসের ইঞ্জিনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা সোয়া দুইটার দিকে এ অগ্নিকান্ডের সময় প্রচুর ধোঁয়া বের হলে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়তে দেখা দেয়। সিলেট ফায়ার সার্ভিসের অপারেশন টিম লিডার মিজানুর রহমান জানান, আখাউড়া থেকে সিলেট আসার পথে মোগলাবাজার স্টেশনে ট্রেনটির ইঞ্জিনে আগুন লাগে।
×