ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঝুট গোডাউনসহ ৬০ ঘর ভস্মীভূত

প্রকাশিত: ০৪:৪৩, ৬ এপ্রিল ২০১৮

ঝুট গোডাউনসহ  ৬০ ঘর  ভস্মীভূত

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সদর উপজেলার ফতুল্লার কায়েমপুরে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। এতে ঝুটের গোডাউনসহ ৬০টি টিনের ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ব্যাপক ক্ষতির দাবি করেছে ক্ষতিগ্রস্তরা। চুলার আগুন থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত বলে ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে। বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পূর্ব পাশে সদর উপজেলার ফতুল্লা থানার কায়েমপুর এলাকায় এই অগ্নিকান্ড ঘটে। ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানান, প্রথমে একটি বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন অন্য ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ায় আশপাশের এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে। খবর পেয়ে তারা ছুটে এসেও কোন মালামাল রক্ষা করতে পারেননি। অনেকের নগদ টাকা, মূল্যবান আসবাবপত্র, স্বর্ণালঙ্কার ও ইলেকট্রনিক্স সামগ্রী পুড়ে গেছে। সহায় সম্বলহীন হয়ে অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন। খবর পেয়ে নারায়ণঞ্জের মন্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
×