ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সন্ত্রাস ও চাঁদা দাবির অভিযোগে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৪:৪২, ৬ এপ্রিল ২০১৮

সন্ত্রাস ও চাঁদা দাবির  অভিযোগে ছাত্রলীগ  নেতার বিরুদ্ধে  মামলা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সন্ত্রাস ও ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। চট্টগ্রাম বিজ্ঞান কলেজের অধ্যক্ষ জাহেদ খান বাদী হয়ে বুধবার রাতে চকবাজার থানায় মামলাটি দায়ের করেন। মামলায় রনিসহ ৭ জনের নাম উল্লেখ করে আরও ২৫ থেকে ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। জানা গেছে, নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি ছাড়া আসামি হিসেবে বাকি যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন মজিবুর রহমান সোহেল, নেওয়াজ শরীফ অমি, তানভীর মেহেদী মাসুদ, আরিফুর রহমান মাসুদ, কিরণ ও নুরুল হুদা মিঠু। মামলার এজাহারে বিজ্ঞান কলেজের অধ্যক্ষকে মারধর এবং অস্ত্রের মুখে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ আনা হয়েছে। উল্লেখ্য, গত ৩১ মার্চ শনিবার এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ৫ হাজার টাকা করে ফি আদায়ের অভিযোগে সেখানে যান নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি। তার সঙ্গে ছাত্রলীগের আরও বেশকিছু সংখ্যক নেতাকর্মী ছিলেন। তারা অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে অতিরিক্ত ফি ফেরত দিতে বাধ্য করেন। বিষয়টিকে ছাত্রলীগের পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে আন্দোলন বলা হলেও কলেজের ভিডিও ফুটেজে দেখা যায়, পুলিশের উপস্থিতিতে কলেজ অধ্যক্ষকে মারধর করছেন নুরুল আজিম রনি । ভিডিও ফুটেজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। অধ্যক্ষ জাহেদ খান নিজেও তা নিজের ফেসবুক পেজে শেয়ার করেন।
×