ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ইউএনওর উদ্যোগে ঠিকানা পেলেন পরিচ্ছন্নতাকর্মী

প্রকাশিত: ০৪:৪১, ৬ এপ্রিল ২০১৮

ইউএনওর উদ্যোগে  ঠিকানা পেলেন  পরিচ্ছন্নতাকর্মী

সঞ্জয় সরকার, নেত্রকোনা থেকে ॥ সাগর বাসফোঁড় (৫০)। পেশায় একজন পরিচ্ছন্নতাকর্মী। স্ত্রী ও পাঁচ সন্তান নিয়ে সাত সদস্যের পরিবার তার। কিন্তু তাদের থাকার মতো কোন ঘরবাড়ি ছিল না। তাই জেলার বারহাট্টা উপজেলা সদরে অবস্থিত রেলস্টেশনে পেতেছিলেন ভাসমান সংসার। স্টেশনের সামনেই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিস ও বাংলো। একদিন সন্ধ্যায় হাঁটতে বেড়িয়ে ভাসমান পরিবারটির দুঃসহ জীবন-যন্ত্রণা দেখতে পান স্থানীয় ইউএনও ফরিদা ইয়াসমিন। তিনি অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর মনস্থির করেন। এরপর শরণাপন্ন হন জেলা প্রশাসকের। অধস্তনের অনুরোধে জেলা প্রশাসক তার ত্রাণ তহবিল থেকে দুই বান্ডেল ঢেউটিন ও নগদ ছয় হাজার টাকা বরাদ্দ দেন। কিন্তু ছোটখাটো একটি টিনশেড ঘর নির্মাণ করতে প্রয়োজন হয় বাড়তি আরও ১৮ হাজার টাকার। এবার ইউএনও হাত পাতেন স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের কাছে। সব মিলিয়ে ২৪ হাজার টাকা আর ত্রাণ তহবিলের দুই বান্ডেল ঢেউটিন দিয়ে স্টেশনসংলগ্ন রেলওয়ের পরিত্যক্ত জায়গায় একটি ঘর নির্মাণ করে দেয়া হয় পরিবারটিকে। বৃহস্পতিবার দুপুরে তারা অনেকটা আনুষ্ঠানিকভাবে নতুন ঘরে প্রবেশ করেন। এ সময় ইউএনও ফরিদা ইয়াসমিন ছাড়াও উপস্থিত ছিলেন মানিক আজাদ, আব্দুল ওয়াহেদ, মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ আব্দুল কাদির, নূর উদ্দিন আহমেদ ও আব্দুল হাই প্রমুখ।
×