ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

প্রকাশিত: ০৪:৪০, ৬ এপ্রিল ২০১৮

 সাতক্ষীরায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর  ফাঁসি

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী কামরুল ঢালী কে (৩৫) ফাঁসির আদেশ ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মামলায় অপর তিনজনকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হোসনে আরা আক্তার এ রায় প্রদান করেন। এ দিকে উচ্চ আদালত থেকে জামিনে থাকা মামলার প্রধান আসামি কোর্টে হাজিরা দিলেও রায় বিপক্ষে যাবে বুঝতে পেরে আদালত চত্বর থেকে সে সটকে পড়ে। ফাঁসির দ-প্রাপ্ত আসামি কামরুল ঢালী শ্যামনগর উপজেলার মীরগাং গ্রামের মৃত বাক্কার ঢালীর ছেলে। বেকসুর খালাসপ্রাপ্তরা হলেন কামরুল ঢালীর বোন মলিদা খাতুন, ভগ্নিপতি নাজির গাজী ও চাচাত ভাই মাহমুদ ঢালী। মামলার বিবরণ অনুযায়ী ২০০৯ সালের ২৪ জুলাই যৌতুকের জন্য কামরুল তার স্ত্রী সালমা খাতুনকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে।
×