ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ধুনটে বেইলি সেতু ভেঙ্গে যোগাযোগ বন্ধ

প্রকাশিত: ০৪:৩৯, ৬ এপ্রিল ২০১৮

ধুনটে বেইলি সেতু ভেঙ্গে  যোগাযোগ বন্ধ

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ ধুনট উপজেলায় অতিরিক্ত মালবোঝাই ট্রাকের কারণে ঝুঁকির মুখে থাকা একটি বেইলি সেতু ভেঙ্গে গেছে। বৃহস্পতিবার সকালে ট্রাকসহ সেতুটি ভেঙ্গে পড়ায় ধুনটের সঙ্গে পাশের শেরপুর উপজেলার সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে যায়। এছাড়া একইভাবে জেলা সদরের সঙ্গে ধুনটের সড়ক যোগাযোগ ব্যবস্থা বিকল্পপথ নির্ভর হয়ে পড়ায় ভোগান্তি সৃষ্টি হয়েছে। বগুড়া সড়ক ও জনপদ বিভাগ ১৯৯২ সালে ধুনট-শেরপুর পাকা সড়কের মাঠপাড়া গ্রামের গাড়ামারা খালের ওপর ৬২ মিটার দৈর্ঘ্যরে বেইলি সেতুটি স্থাপন করে। ওই স্থানে থাকা কালভার্টটি ৮৮’র বন্যায় ভেঙ্গে গিয়েছিল। সূত্র জানায়, বেইলি সেতুটি নির্মাণের পর থেকে সেতুর ওপর দিয়ে অতিরিক্ত মালামাল বোঝাই ভারি যানবহন চলাচল করছে। দীর্ঘদিন ব্যবহারে এর পাটাতন ক্ষতিগ্রস্ত হয়ে সেতুটির কার্যক্ষমতা সীমিত হওয়ার সঙ্গে অতিরিক্ত মালবাহী যানবাহন চলাচলের কারণে এটি ঝুঁকির মুখে পড়ে। ইতিপূর্বে কয়েক দফা এর পাটাতনও ভেঙ্গে যায়। সওজ কর্তৃপক্ষ জোড়াতালি দিয়ে ক্ষতিগ্রস্ত সেতুটি মেরামত করে সচল রেখেছিল। ঝুঁকির মাত্রা বেড়ে যাওয়ার কারণে একমাস আগে সেতুর ওপর দিয়ে অতিরিক্ত মালামাল বোঝাই যানবাহন চলাচলে নিষেধজ্ঞা জারি করে সাইন বোর্ড ঝুলিয়ে দেয় সওজ। তবে এই সতর্কতা উপেক্ষা করে অতিরিক্ত মালবাহী ট্রাক ও অন্যান্য ভারি যানবাহন সেতুটির উপর দিয়ে চলাচল করে আসছিল। সূত্র জানায়, বগুড়া-ঢাকা মহাসড়কে সিরাজগঞ্জের নলকা ব্রিজের গার্ডারে সম্প্রতি ফাটল দেখা দেয়ায় হাইওয়ে পুলিশ ও সওজ এক্ষেত্রে ভারি যানবাহন চলাচল নিয়ন্ত্রণে কড়াকড়ি আরোপ করে। ফলে পঞ্চগড় থেকে আসা অতিরিক্ত মালবাহী পাথরের অনেক ট্রাক নিষেধাজ্ঞা অমান্য করে বিকল্প পথ হিসেবে ধুনট হয়ে সিরাজগঞ্জ যাওয়ার জন্য মাঠপাড়া ঝুঁকিপূর্ণ বেইলি সেতুটি ব্যবহার করছিল। ফলে বেইলি সেতুটি চরম ঝুঁকির মুখে পড়ে। এ পরিস্থিতিতে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে পঞ্চগড়ের দিক আসা অতিরিক্ত পাথরবোঝাই একটি ট্রাক ধুনট উপজেলার দিকে আসার পথে চরম ঝুঁকিতে থাকা সেতুর ওপর উঠলে ট্রাকসহ সেতুটি ভেঙ্গে পড়ে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
×