ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে চরমপন্থী নিহত

প্রকাশিত: ০৪:৩৯, ৬ এপ্রিল ২০১৮

কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে  চরমপন্থী  নিহত

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ৫ এপ্রিল ॥ কুষ্টিয়ায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক চরমপন্থী নিহত হয়েছে। নিহতের নাম কুদ্দুস ওরফে সাগর (৪২)। বৃহস্পতিবার ভোরে জেলার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকার গড়াই নদীর চরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত সাগর নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন লাল পতাকার সদস্য বলে জানায় র‌্যাব। এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন। বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থাল থেকে একটি বন্দুক ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। র‌্যাব সূত্র জানায়, নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠনের একদল ক্যাডার নাশকতার উদ্দেশ্যে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকার গড়াই নদীর চরে অবস্থান করছে। গোপন সূত্রে এ সংবাদ পেয়ে র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের সদস্যরা বৃহস্পতিবার ভোর ৫টার দিকে সেখানে হানা দেয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ক্যাডাররা তাদের লক্ষ্য করে গুলি চালায়। জবাবে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। প্রায় ২০ মিনিট স্থায়ী এ বন্দুকযুদ্ধে টিকতে না পেরে এক পর্যায়ে চরমপন্থীরা পালিয়ে যায়।
×