ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে ৩৭ জেলার মুক্তিযোদ্ধাদের মহাসমাবেশ

প্রকাশিত: ০৪:৩৯, ৬ এপ্রিল ২০১৮

হবিগঞ্জে ৩৭ জেলার মুক্তিযোদ্ধাদের মহাসমাবেশ

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ৫ এপ্রিল ॥ ’৭১ সালে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার প্রথম রণকৌশল গ্রহণ করার স্থান হিসেবে চিন্থিত তেলিয়াপাড়া ডাকবাংলো-স্মৃতিসৌধ প্রাঙ্গণে সেক্টর কমান্ডারগণের মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবারের ন্যায় এবছরও তেলিয়াপাড়া দিবস উপলক্ষে ওই স্থানে বুধবার মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোহাম্মদ আলী পাঠানের নেতৃত্বাধীন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল আয়োজিত মুক্তিযোদ্ধা- জনতার সমাবেশে ৩৭ জেলা থেকে আগত মুক্তিযোদ্ধারা অংশ নেয়। এদিকে এই সমাবেশ থেকে রাষ্ট্রীয়ভাবে তেলিয়াপাড়াকে ৪ এপ্রিল দিবস ঘোষণা, ডাকবাংলোকে অবিলম্বে জাদুঘরে রূপান্তর, স্মৃতিসৌধ সংলগ্ন ভূমিতে ফাইভস্টার কমপ্লেক্স ভবন নির্মাণ ও স্মৃতিসৌধসহ মুক্তিযুদ্ধকে নিয়ে আরও নানা ভাস্কর্য নির্মাণে প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ ঘোষণারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট দাবি উত্থাপন করা হয়। মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুখলেছুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, স্বাধীন বাংলাদেশের প্রথম সেনাপ্রধান কে এম শফিউল্লাহ বীর বিক্রম। বিশেষ অতিথি ছিলেন, সাবেক মন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব) এবিএম তাজুল ইসলাম এমপি, এমপি এ্যাডভোকেট মাহবুব আলী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আইজিপি আব্দুল হান্নান খান পিপিএম, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব) হেলাল মুর্শেদ খান বীরবিক্রম, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক যুগ্ম মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু, এসপি বিধান ত্রিপুরা পিপিএম, স্থানীয় সরকারের উপপরিচালক উপ-সচিব সফিউল আলম, মুক্তিযোদ্ধা ঢাকা ইউনিটের কমান্ডার আমির হোসেন মোল্লা প্রমুখ। সমাবেশে সদ্য প্রয়াত বীর বিক্রম মুক্তিযোদ্ধা আব্দুর রহমান ও চা-শ্রমিক সন্তান তীরন্দাজ বাহিনীর প্রধান রবীন উংরাসহ ৫ মুক্তি বীর সেনানীকে ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়।
×