ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সড়ক সেতুর শত্রু অবৈধ মাহিন্দ্র দাবড়ে বেড়াচ্ছে

প্রকাশিত: ০৪:৩৭, ৬ এপ্রিল ২০১৮

 সড়ক সেতুর শত্রু অবৈধ মাহিন্দ্র দাবড়ে বেড়াচ্ছে

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ৫ এপ্রিল ॥ রাস্তার বড় শত্রু এখন অবৈধ যান মাহিন্দ্র। বিশালাকার ৬ চাকা বিশিষ্ট এই দৈত্যগুলো রাস্তায় চলাচল করতে গিয়ে মানছে না কোন নিয়ম-কানুন। যানটির নেই কোন বৈধ কাগজপত্র। এগুলোর অধিকাংশ চালকই অশিক্ষিত, প্রশিক্ষণবিহীন শিশু-কিশোর। কিন্তু তারপরও দিন-রাত বিরামহীনভাবে এই দৈত্যগুলো দাবড়ে বেড়াচ্ছে জেলা শহরের প্রধান প্রধান রাস্তাসহ গ্রামাঞ্চলের মেঠো পথে। কখনও কাঁদা মাটি বোঝাই করে, কখনও ইট-সুরকি আবার কখনও বালু বোঝাই করে যেন দৌড়ের প্রতিযোগিতা শুরু করে দেয় জনবহুল ব্যস্ত রাস্তায়। আবার হরহামেশা রাস্তায় যত্রতত্র পার্কিং। স্থানীয়রা অভিযোগ করেছেন, ইটের ভাঁটির মাটি যোগান দিতে ব্যবহার করা হচ্ছে এই যানবাহনগুলো। ফসলি জমি থেকে মাটি কেটে মাহিন্দ্রযোগে আনা হচ্ছে ইটের ভাঁটায়। পলি হারাচ্ছে ফসলি জমি। আর কাঁদা মাটি পিচ ঢালাই রাস্তার উপর পড়ে রাস্তাগুলো পরিণত হচ্ছে মেঠোপথে। প্রকৌশলীরা জানিয়েছেন, পিচ ঢালাই রাস্তার উপর দীর্ঘদিন ধরে কাঁদা মাটির আস্তরণ পড়ে থাকায় পাকা রাস্তার টেম্পারেচার নষ্ট হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে শত শত কোটি টাকার রাস্তা। এছাড়াও ক্ষতিগ্রস্ত হচ্ছে শত শত কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজ-কালভার্ট। এদিকে কাভারবিহীন মাহিন্দ্র দ্বারা ইটভাঁটায় মাটি নেয়ার ফলে মাটি ছড়িয়ে-ছিটিয়ে পড়ছে রাস্তায়। আর সামান্য বৃষ্টি হলেই সেই মাটি গলে রাস্তা পিচ্ছিল হয়ে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। বাড়ছে দুর্ঘটনা।
×