ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মাস্টার সার্কুলার জারি

পরিবেশবান্ধব বিনিয়োগে ইসলামী ব্যাংকগুলোর পুনঃঅর্থায়ন তহবিল

প্রকাশিত: ০৪:৩৫, ৬ এপ্রিল ২০১৮

পরিবেশবান্ধব বিনিয়োগে ইসলামী ব্যাংকগুলোর পুনঃঅর্থায়ন তহবিল

অর্থনৈতিক রিপোর্টার ॥ ইসলামী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর উদ্বৃত্ত তারল্য বিনিয়োগের জন্য গঠিত পুনঃঅর্থায়ন তহবিল নিয়ে মাস্টার সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে পরিবেশবান্ধব পণ্য ও উদ্যোগে (বিনিয়োগ) এ তহবিল ব্যবহারের কথা বলা হয়েছে। তাই মাস্টার সার্কুলারে এ তহবিলের নামকরণ করা হয়েছে ‘পরিবেশবান্ধব পণ্য ও উদ্যোগে বিনিয়োগের নিমিত্তে ইসলামী শরিয়াহভিত্তিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের জন্য পুনঃঅর্থায়ন স্কিম’। এ সংক্রান্ত আগের ৩টি সার্কুলার সমন্বয় করে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগ থেকে এই মাস্টার সার্কুলার জারি করা হয়েছে। এতে ব্যাংক ও গ্রাহক পর্যায়ে মুনাফার হার ও বিনিয়োগ পরিশোধের সময়কাল, পুনঃঅর্থায়ন গ্রহণের যোগ্যতা, পুনঃঅর্থায়নের আবেদন প্রক্রিয়া ও পুনঃঅর্থায়নের জন্য উপযুক্ত পণ্যের তালিকা নির্ধারণ করে দেয়া হয়েছে। দেশের সব তফসিলী ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে বলা হয়েছে, এ স্কিমের আওতায় এ পর্যন্ত ৫১টি পরিবেশবান্ধব পণ্য ও উদ্যোগে অর্থায়ন করা হয়েছে। সমযের পরিক্রমায় স্কিম পরিচালনার অভিজ্ঞতা, দেশের অর্থনৈতিক কাঠামোর উন্নয়ন, প্রযুক্তিগত উন্নয়ন ও পরিবর্তন ও পরিবেশবান্ধব পণ্যের প্রতি গ্রাহক চাহিদা বৃদ্ধি বিবেচনায় এবং সরকারের উন্নয়ন পরিকল্পনাসমূহের বাস্তবায়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে পূর্বের সার্কুলারসমূহের নির্দেশনাদি পর্যালোচনা, পরিমার্জন ও সময়োচিত নতুন কিছু নির্দেশনা সংযোজন করে একটি সমন্বিত ও বিশদ নীতিমালা প্রস্তুত করা হয়েছে। সার্কুলারে এ তহবিল ব্যবহারকারী ব্যাংকের মুনাফার হার নিয়ে বলা হয়েছে, স্কিমের আওতায় অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগের বিপরীতে বাংলাদেশ ব্যাংক হতে প্রদত্ত পুনঃঅর্থায়নের ওপর সংশ্লিষ্ট অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠানের মুদারাবা সঞ্চয়ী হিসাবের বিদ্যমান প্রভিশনাল মুনাফার হার অথবা ব্যাংক হার (বর্তমানে ৫ শতাংশ) এর মধ্যে যেটি কম, সে হারে তাদের নিকট হতে মুনাফা আদায়যোগ্য হবে এবং এই হার ভিত্তি হার হিসেবে বিবেচিত হবে। গ্রাহক পর্যায়ে মুনাফার হার নিয়ে বলা হয়েছে, এ তহবিলের গ্রাহক পর্যায়ে মুনাফার হার (সুদ) মার্জিন ঋণ পরিশোধের সময়কাল অনুযায়ী নির্ধারিত হবে। অর্থাৎ অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক সরাসরি বিনিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য ভিত্তি হারের ওপর মার্জিন আরোপ করে গ্রাহক পর্যায়ে মুনাফার হার নির্ধারণ করা যাবে। এক্ষেত্রে মার্জিন ঋণ সময়কাল ৫ বছরের কম হলে ৩ শতাংশ, ৫ বছর বা এর বেশি কিন্তু ৮ বছরের কম হলে সর্বোচ্চ সাড়ে ৩ শতাংশ, ৮ বছর বা এর বেশি হলে সর্বোচ্চ ৪ শতাংশ মুনাফা নির্ধারণ করা যাবে।
×