ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

২৫০ কোটি মানুষ সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায়

প্রকাশিত: ০৪:৩৪, ৬ এপ্রিল ২০১৮

২৫০ কোটি মানুষ সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায়

বিশ্বব্যাংক বলছে, বাংলাদেশসহ বিশ্বের প্রায় ২৫০ কোটি মানুষ বর্তমানে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় রয়েছে। এছাড়া এ কর্মসূচীর ফলে অন্তত ৫ কোটি মানুষ অতিদারিদ্র্য পরিস্থিতি থেকে বের হতে পেরেছে। সামাজিক নিরাপত্তা বিষয়ক বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে এসব তথ্য দেয়া হয়েছে। বিশ্বব্যাংক বলছে, সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় থাকা ২৫০ কোটি মানুষের মধ্যে অতিদরিদ্রের সংখ্যা ৬৫ কোটি। বিভিন্ন দেশে এ ধরনের কর্মসূচী দারিদ্র্য বিমোচনে বড় অবদান রাখছে। বিশ্বব্যাংকের প্রতিবেদনে আরও বলা হয়, বিশ্বব্যাপী দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধে সামাজিক নিরাপত্তা কর্মসূচীগুলো বড় ভূমিকা রাখছে। নগদ ও বিভিন্ন আকারে অর্থ স্থানান্তর, স্কুলে খাদ্য সরবরাহের মতো কর্মসূচী দারিদ্র্য বিমোচনের পাশাপাশি আয় বৈষম্যও কমাচ্ছে। প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে বলা হয়েছে, বাংলাদেশ ২০১৫ সালে জিডিপির মাত্র শূন্য দশমিক ৭৩ শতাংশ সামাজিক নিরাপত্তা কর্মসূচীতে ব্যয় করেছে, যা অন্যান্য অনেক দেশের চেয়ে কম। -অর্থনৈতিক রিপোর্টার
×