ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইন্দো-বাংলার আইপিও আবেদন স্থগিত

প্রকাশিত: ০৪:৩৩, ৬ এপ্রিল ২০১৮

 ইন্দো-বাংলার আইপিও আবেদন স্থগিত

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া ওষুধ ও রসায়ন খাতের ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদন স্থগিত থাকবে বলে রায় দিয়েছেন উচ্চ আদালতের পূর্ণাঙ্গ বেঞ্চ। একইসঙ্গে এ বিষয়ে নিয়মিত কোর্ট সিদ্ধান্ত নেবে বলে রায় দেয়া হয়েছে। বৃহস্পতিবার শুনানি শেষে উচ্চ আদালতের পূর্ণাঙ্গ বেঞ্চ এই রায় দিয়েছেন। এর আগে কোম্পানিটির ৪ জন পরিচালককে ঋণ খেলাপী দেখিয়ে ন্যাশনাল ব্যাংকের পক্ষে মামলা দায়ের করা হয়। যার আলোকে উচ্চ আদালত গত ১৮ মার্চ কোম্পানিটির আইপিও আবেদনে ৬ মাসের স্থগিতাদেশ দেয়। আইপিও আবেদনে স্থগিতাদেশ প্রত্যাহারে চেম্বার জজে যায় ইন্দো-বাংলা কর্তৃপক্ষ। এবং চেম্বার জজ পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠায়। এর আলোকে বৃহস্পতিবার পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হয়। আর শুনানি শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য পূর্ণাঙ্গ বেঞ্চ আবারও নিয়মিত কোর্টে পাঠিয়েছেন। যেখানে পূর্ণ শুনানি শেষে আইপিও স্থগিতাদেশের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। কোম্পানিটির আইপিওতে আবেদন গ্রহণের জন্য আগামী ৮ এপ্রিল থেকে ১৮ এপ্রিল নির্ধারিত ছিল। এ কোম্পানিটি শেয়ারবাজারে ২ কোটি শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা উত্তোলন করার অনুমোদন পেয়েছে। এ জন্য প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি কারখানা, প্রশাসনিক ভবন, গুদাম ও গ্যারেজ ভবন নির্মাণ, মেশিনারিজ ক্রয় এবং আইপিও খরচ খাতে ব্যয় করা হবে।
×