ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে

প্রকাশিত: ০৪:৩৩, ৬ এপ্রিল ২০১৮

 পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচকতায় লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৫৭২ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ২৫ কোটি ৩৫ লাখ টাকা বেশি। বুধবার ডিএসইতে ৫৪৬ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২০৩টির, কমেছে ৮৭টির। আর অপরিবর্তীত রয়েছে ৪৫টি কোম্পানির শেয়ার দর। সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরু হলেও কিছুক্ষণ পর সূচকের তীর নেমে যায়। তবে দুপুর পর শেয়ার কেনার চাপ বাড়তে থাকে। দিনশেষেও যা অব্যাহত ছিল। দিনশেষে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৪৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৪১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৫৬ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯৪ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো ॥ বেক্সিমকো, ব্র্যাক ব্যাংক, ইউনিক হোটেল, আমরা নেটওয়ার্ক, বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, মুন্নু সিরামিক, সিটি ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স ও মার্কেন্টাইল ব্যাংক। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো ॥ বেক্সিমকো, রেনউইক যজ্ঞেশ্বর, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, মুন্নু স্টাফলার, স্টাইলক্রাফট, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, উসমানিয়া গ্লাস, আলিফ ইন্ডাস্ট্রিজ, দেশবন্ধু পলিমার ও গোল্ডেন হার্ভেস্ট। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো ॥ শ্যামপুর সুগার, নিটল ইন্স্যুরেন্স, সোনারগাঁও টেক্সটাইল, রিপাবলিক, বিচ হ্যাচারি, ফারইস্ট ফাইন্যান্স, জনতা ইন্স্যুরেন্স, প্রাইম ব্যাংক, আইএসএন ও এমারেল্ড ওয়েল। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৯ কোটি ১১ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ২০ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫০টির, কমেছে ৫৩টির এবং অপরিবর্তীত রয়েছে ২৯টির শেয়ার দর। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো ॥ ইস্টার্ন ব্যাংক, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, বেক্সিমকো, বিএসআরএম লিমিটেড, সিটি ব্যাংক, বিবিএস ক্যাবল, লংকাবাংলা ফাইন্যান্স, দেশবন্ধু পলিমার ও লাফার্জ হোলসিম।
×