ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অটিস্টিক শিশুদের যাপিত জীবনের আলোকচিত্র প্রদর্শনী

প্রকাশিত: ০৪:১৪, ৬ এপ্রিল ২০১৮

অটিস্টিক শিশুদের যাপিত জীবনের আলোকচিত্র প্রদর্শনী

একাদশ বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০১৮ পালন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরোডিজঅর্ডার এ্যান্ড অটিজম (ইপনা)’র উদ্যোগে ৪-৭ এপ্রিল পর্যন্ত জাতীয় জাদুঘরের নলীনি কান্ত ভট্টশালী গ্যালারিতে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের যাপিত জীবনের বিশেষ বিশেষ মুহূর্তের ছবি নিয়ে এক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে পাঁচটায় প্রর্দশনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইপনা’র প্রকল্প পরিচালক অধ্যাপক ডাঃ শাহীন আখতার, ট্রেনিং কো-অর্ডিনেটর ডাঃ মাজহারুল মান্নান পার্থ, সহযোগী অধ্যাপক সৈয়দা তাবাছছুম আলম, সহযোগী অধ্যাপক ডাঃ গোপেন কুমার কুন্ডু, সহযোগী অধ্যাপক ডাঃ কানিজ ফাতেমা, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডাঃ নাজমুল করিম মানিক, ইপনার উপ-প্রকল্প পরিচালক মোহাম্মদ আব্দুল কাদের, আলোকচিত্র প্রদর্শনীর আলোকচিত্রী বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শংকর সাওজাল প্রমুখ। অনুষ্ঠানে সারা দেশ থেকে আগত অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের মা-বাবা, ডাক্তার, সাইকোলজিস্ট, থেরাপিস্ট, অটিজম শিক্ষকসহ বিপুলসংখ্যক শুভানুধায়ী উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বক্তব্য ও অতিথিবর্গের বক্তৃতার পর ইপনা’র থিম সং পরিবেশন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের পর ছবি প্রদর্শনের জন্য গ্যালারি উন্মুক্ত করে দেয়া হয়। -বিজ্ঞপ্তি
×