ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আদিবাসীদের জমি নানা কৌশলে দখল করা হচ্ছে ॥ মেনন

প্রকাশিত: ০৪:১১, ৬ এপ্রিল ২০১৮

আদিবাসীদের জমি নানা কৌশলে দখল করা হচ্ছে ॥ মেনন

স্টাফ রিপোর্টার ॥ নানা কৌশলে আদিবাসীদের জমি দখল করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, এমপি। তিনি বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে আমাদের মুক্তিযুদ্ধেও আদিবাসীদের অনেক জোরালো ভূমিকা রয়েছে। আদিবাসীদের জীবিকা, সংস্কৃতি, ঐতিহ্য, ভূমি ওতপ্রোতভাবে জড়িত। তাদের ছোট্ট এক টুকরো জমি, একটি পাহাড়ী গাছ, কিছু সবজি এগুলো তাদের বেঁচে থাকার অনুপ্রেরণাস্বরূপ। অথচ ক্রমান্বয়ে এই আদিবাসীদের তাদের জমিজমা থেকে উচ্ছেদ করা হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, ইট-ভাটার মাটির কথা বলে বা ইন্ডাস্ট্রির কথা বলে নানা কৌশলে আদিবাসীদের জমি দখল করা হচ্ছে। পূর্বে আদিবাসীদের যত জমিজমা ছিল ধীরে ধীরে তা নিঃশেষ প্রায়। কিন্তু আমাদের সকলেরই একথাটি মনে ধারণ করতে হবে যে, আদিবাসীদের তাদের নিজ ভূমি থেকে সরানোর অপচেষ্টা করা হবে তাদের আত্মাকে মেরে ফেলার শামিল। বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘সমতল আদিবাসীদের জন্য ভূমি কমিশন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আদিবাসী বিষয়ক সংসদীয় ককাসের টেকনিক্যাল সমন্বয়ক অধ্যাপক ড. মেজবাহ কামালের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আইন কমিশনের চিফ রিসার্চ কর্মকর্তা ও জেলা জজ ফয়জুল আজিম, ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কামরুল হাসান ফেরদৌস, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব উম্মে কুলসুম। স্বাগত বক্তব্য রাখেন গবেষণা ও উন্নয়ক কালেকটিভের (আরডিসি) সাধারণ সম্পাদক জান্নাত-ই-ফেরদৌসী। আদিবাসীদের ভূমি ব্যবস্থাপনা ও জীবন প্রক্রিয়া নিয়ে নানাদিক তুলে ধরে সমাজকল্যাণমন্ত্রী বলেন, আদিবাসীদের ভূমি রক্ষায় রাষ্ট্রকেই দায়িত্ব নিতে হবে। তাদের জন্য কেবল ভূমি কমিশনই যথেষ্ট নয়; তাদের জন্য স্বতন্ত্র ভূমি আইনও করা প্রয়োজন। পার্বত্যবাসীদের জন্য ভূমি কমিশন গঠিত হলেও সমতলের আদিবাসীরা সেই সুবিধা পায় না। প্রচলিত যে আইন আছে তাতে সমতলের আদিবাসীদের ভূমি রক্ষা করতে ব্যাপক হয়রানির সম্মুখীন হতে হয়। ভূমিগ্রাসীরা নানা অজুহাতে, নানা অপকৌশলে আদিবাসীদের ভূমি গ্রাস করছে। এ অবস্থা থেকে উত্তরণে রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে। অন্য বক্তারা বলেন, জাতিসংঘের সদস্যরাষ্ট্র হওয়া সত্ত্বেও সরকার কখনও রাষ্ট্রীয়ভাবে আদিবাসী দিবস উদযাপন করেনি। সরকার উগ্র জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গির কারণে আদিবাসী জনগণের আত্মপরিচয়ের অধিকার অস্বীকার করেছে, যা দেশে বিদেশে রাষ্ট্রের মর্যাদা ক্ষুণ্ণ করেছে। দেশের আদিবাসী জনগণের মানবাধিকার পরিস্থিতি ভাল নয়। তাদের ওপর সাম্প্রদায়িক হামলা, তাদের ভূমি জবরদখল ও উচ্ছেদ, ধর্ষণ, হত্যা, অপহরণসহ সহিংসতা বৃদ্ধি পেয়েছে। নির্বাচনী ইশতেহারে সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের অঙ্গীকার করেও সরকার এখন পর্যন্ত এ বিষয়ে কোন উদ্যোগ গ্রহণ করেনি, আদিবাসীদের মতামতও নেয়া হয়নি।
×