ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কোরীয় শীর্ষ বৈঠক কর্মকর্তা পর্যায়ে

প্রকাশিত: ০৪:০৮, ৬ এপ্রিল ২০১৮

কোরীয় শীর্ষ বৈঠক  কর্মকর্তা পর্যায়ে

উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা এ মাসের শেষে দু’দেশের শীর্ষ বৈঠকের বিস্তারিত দিক নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার একত্রিত হয়েছেন। কিম জং উন এ শীর্ষ বৈঠকের জন্য সিউল যাবেন। কোরীয় যুদ্ধ অবসানের পর এই প্রথম কোন উত্তর কোরীয় নেতা দক্ষিণ কোরিয়ায় যাবেন। খবর এএফপির। কিম ও দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট মুন জায়ে ইন ২৭ এপ্রিল শীর্ষ বৈঠকে বসবেন। বৈঠকটি অনুষ্ঠিত হবে দক্ষিণ কোরিয়ার বেসামরিকীকরণ এলাকা পানমুনজোম গ্রামের দক্ষিণ কোরিয়ার পিস হাউসে। দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সামরিক রেখা থেকে সংক্ষিপ্ত পথ হেঁটে বা গাড়িতে করে কিমকে পরিবহনে বিশেষ মনোযোগ দেয়া হবে। শীর্ষ বৈঠকের প্রথমবারের মতো লাইভ সম্প্রচার করা হবে কিনা এ বিষয়েও বৃহস্পতিবারের বৈঠকে আলোচনা হওয়ার কথা।
×