ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের ফাঁসির আদেশ

প্রকাশিত: ০৮:১৩, ৫ এপ্রিল ২০১৮

চট্টগ্রামে ধর্ষণ ও হত্যা  মামলায় ৩ জনের  ফাঁসির আদেশ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে এক তরুণীকে ধর্ষণ ও হত্যার অপরাধে ৩ জনকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। বুধবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর ভারপ্রাপ্ত বিচারক বেগম রোকসানা পারভীন এ রায় প্রদান করেন। আদালত সূত্রে জানা যায়, দন্ডাদেশপ্রাপ্ত ৩ আসামি হলেন সুজন কুমার দাশ, যদু ঘোষ ও সমীর দে। তবে দন্ডিতদের মধ্যে শেষোক্ত দুজন পলাতক। মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের জুন মাসে ঘটে এই ধর্ষণ ও খুনের ঘটনা। চট্টগ্রাম নগরীর দক্ষিণ কাট্টলী এলাকায় আনুমানিক ১৮ বছর বয়সী পান্না রাণী দাসকে মোবাইল ফোনে ডেকে নেয় সমীর দে ও যদু ঘোষ। পূর্ব পরিকল্পনা অনুযায়ী মেয়েটিকে ধর্ষণ ও পরে হত্যা করে তার মরদেহ পুড়িয়ে ফেলা হয় স্থানীয় একটি শ্মশানে। তার পোড়া লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পাহাড়তলী থানায় একটি মামলা দায়ের হয়। সাক্ষ্যে এই ৩ জনের বিরুদ্ধে ধর্ষণ এবং হত্যার অভিযোগ প্রমাণ হওয়ায় আদালত তাদের প্রত্যেককে ফাঁসির আদেশ প্রদান করেন। এরমধ্যে রায় ঘোষণার সময় সুজন কুমার দাশ উপস্থিত ছিলেন। তাকে সেখান থেকে কারাগারে প্রেরণ করা হয়।
×