ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পরিষ্কার পরিচ্ছন্নতায় নতুন বিশ্বরেকর্ড গড়তে চায় ডিএসসিসি

প্রকাশিত: ০৮:০৫, ৫ এপ্রিল ২০১৮

পরিষ্কার পরিচ্ছন্নতায় নতুন বিশ্বরেকর্ড গড়তে চায় ডিএসসিসি

স্টাফ রিপোর্টার ॥ পরিষ্কার পরিচ্ছন্নতায় নতুন বিশ্বরেকর্ড গড়তে বিশেষ উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। একই সঙ্গে বিশ্বরেকর্ড গড়তে পারলে তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা হবে। আগামী ১৩ এপ্রিল নগরভবন থেকে গুলিস্তান জিরো পয়েন্ট পর্যন্ত সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হবে। এতে সব শ্রেণীপেশার মানুষকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন সংস্থাটির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। বুধবার দুপুরে নগরভবনের ব্যাংক ফ্লোরে সংবাদ সম্মেলনে মেয়র এ আহ্বান জানান। ডেটল পরিচ্ছন্ন ঢাকা কর্মসূচীর অংশ হিসেবে উদ্যোগটি বাস্তবায়ন করা হবে। এতে সহযোগিতা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), বহুজাতিক কোম্পানি রেকিট বেনকিজারের ও বেসরকারী টেলিভিশন গাজী টিভি। সম্মেলনে রেকিট বেনকিজারের মার্কেটিং ডিরেক্টর সৈয়দ তানজিম রেজওয়ান, জিটিভির ম্যানেজিং ডিরেক্টর আমান আশরাফ ফয়েজ প্রমুখ উপস্থিত ছিলেন। ডিএসসিসি মেয়র বলেন, রেকর্ড গড়া আমাদের মুখ্য উদ্দেশ্য নয়। চৈত্রসংক্রান্তির দিনে অর্থাৎ ১৩ এপ্রিল প্রতীকী পরিচ্ছন্নতা কর্মসূচী পালনের মধ্যদিয়ে ভারতের আহমেদাবাদের একটি শহরে ৫ হাজার ৫৬ স্বেচ্ছাসেবক নিয়ে এক কিলোমিটার রাস্তা পরিষ্কার করে গিনেস বুকে স্থান করে নিয়েছে। ডিএসসিসি এবার সেই রেকর্ডকে ভেঙ্গে নতুন রেকর্ড গড়বে। তিনি বলেন, যদি রেকর্ডে অন্তর্ভুক্ত হতে পারি সেটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা হবে। আগামী ১৩ এপ্রিল এই প্রতীকী কর্মসূচীর পর রেকর্ডের অন্য প্রসিডিউর পালন করা হবে। ‘শহরের প্রতিটি মানুষকে সঙ্গে নিয়ে ১৩ এপ্রিল সকাল ৯টায় নগরভবনে জমায়েত হয়ে জিরো পয়েন্টের দিকে র‌্যালি নিয়ে প্রতীকী কর্মসূচী পালন করব। রেকর্ড গড়া আমাদের চেষ্টা, প্রচেষ্টা। এই দেশের একজন নাগরিক হিসেবে আপনিও এই গৌরবের অংশীদার হতে পারেন। এর মধ্য দিয়ে আমরা পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে চাই। আমরা আগামী প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন বাসযোগ্য ঢাকা উপহার দিতে চাই।
×