ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জ্ঞাননির্ভর সমাজ গড়তে উন্নত বিশ্বের ভার্সিটির সঙ্গে আদান-প্রদান জরুরী ॥ চবি উপাচার্য

প্রকাশিত: ০৭:০০, ৫ এপ্রিল ২০১৮

জ্ঞাননির্ভর সমাজ গড়তে উন্নত বিশ্বের ভার্সিটির  সঙ্গে আদান-প্রদান  জরুরী ॥ চবি উপাচার্য

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ জ্ঞান নির্ভর-বুদ্ধিবৃত্তিক সমাজ বিনির্মাণে উন্নত বিশ্বের বিশ্ববিদ্যালয়সমূহের সঙ্গে যোগাযোগ, জ্ঞানের আদান-প্রদান, জ্ঞান-গবেষণামূলক উন্নত প্রকাশনা এবং সর্বোপরি আত্মমূল্যায়ন অত্যন্ত প্রয়োজন। দেশের উন্নয়ন ও সমৃদ্ধির ধারা অব্যাহত রাখতে সমাজ ও দেশ তরুণ-মেধাবী শিক্ষকসমাজের দিকে তাকিয়ে আছে। মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে বিশ্ব পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ গবেষণাকর্মের মাধ্যমে নতুন জ্ঞানের অনুসন্ধান এবং মানবকল্যাণে এর ব্যবহার সুনিশ্চিত করতে করতে হবে। বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেন্টার ফর এক্সিলেন্স ইন টিচিং এ্যান্ড লার্নিং (সিইটিএল) এর উদ্যোগে দু’দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। সকালে চবি লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। চবি সিইটিএল পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসানের সভাপতিত্বে উপ-পরিচালক ড. মোহাম্মদ সাইদুল ইসলাম সোহেলের পরিচালনায় গেস্ট স্পীকার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর-এর সাবেক প্রফেসর ড. সিদ্দিকুর রহমান। দু’দিনব্যাপী এ কর্মশালায় ৩৭ তরুণ শিক্ষক অংশগ্রহণ করছেন। প্রতিদিন দুটি করে মোট ৪টি সেশনে শিক্ষক-গবেষকবৃন্দ গুরুত্বপূর্ণ প্রবন্ধ উপস্থাপন করবেন এবং উপস্থাপিত প্রবন্ধের ওপর মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে।
×