ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ফেসবুকে কুরুচিপূর্ণ লেখার প্রতিবাদ করায় শিক্ষক পিতাকে মারপিট

প্রকাশিত: ০৬:৫৯, ৫ এপ্রিল ২০১৮

 ফেসবুকে কুরুচিপূর্ণ লেখার প্রতিবাদ করায় শিক্ষক  পিতাকে মারপিট

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ৪ এপ্রিল ॥ লালমোহন উপজেলায় মেয়েকে যৌন হয়রানি ও ফেসবুকে কুরুচিপূর্ণ লেখার প্রতিবাদ করায় পিতা মাদ্রাসাশিক্ষককে বখাটেরা পিটিয়ে জখম করেছে। ঘটনাটি ঘটে লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের হাজীরহাট এলাকায়। আহত শিক্ষক আক্তার হোসেন ফারুকের অবস্থা গুরুতর হলে বুধবার বিকালে ভোলা সদর ও বরিশাল শেবাচিম মেডিক্যালে ভর্তি করা হয়েছে। লালমোহন নাজিরপুর মাদ্রাসার শিক্ষক আক্তার হোসেন ফারুক জানান, দীর্ঘদিন ধরে একই এলাকার বখাটে পিয়ালের নেতৃত্বে স্থানীয় একদল ক্যাডার তার মেয়ে মীম আক্তারকে হয়রানি করে আসছে। এছাড়াও ফেসবুকে তার মেয়ের ছবি দিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য লেখে। এ ঘটনার প্রতিবাদ করে ওই মেয়ের পিতা আক্তার হোসেন ফারুক বুধবার সকাল ৯টার দিকে স্থানীয় এলাকাবাসী ও হাজিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ঘটনা জানাতে যান। এদিকে এ খবর পেয়ে ওই বখাটে যুবকের ভাগ্নে মুন্না উত্তেজিত হয়ে বন্ধু রাতুলসহ কয়েকজন মিলে মাদ্রাসাশিক্ষক আক্তার হোসেন ফারুককে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত করে। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে প্রথমে লালমোহন সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি ঘটলে বিকালে উন্নত চিকিৎসার জন্য তাকে ভোলা পাঠানো হলে সেখান থেকে তাকে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে (শেবাচিম) প্রেরণ করা হয়। তার অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।
×