ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ধলেশ্বরীতে অবৈধভাবে বালু উত্তোলন ॥ হুমকিতে গ্রাম ও স্কুল

প্রকাশিত: ০৬:৫৮, ৫ এপ্রিল ২০১৮

ধলেশ্বরীতে অবৈধভাবে বালু উত্তোলন ॥ হুমকিতে  গ্রাম ও স্কুল

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৪ এপ্রিল ॥ নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের নন্দপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে ড্রেজার বসিয়ে মাটি উত্তোলন করছে এলাকার প্রভাবশালীরা। এ কারণে ওই এলাকার জনসাধারণের চলাচলের জন্য একমাত্র রাস্তাটি নষ্ট হয়ে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। এসব প্রভাবশালীর বিরুদ্ধে স্থানীয়রা বারবার প্রতিবাদ করলেও কোন সুরাহা পাচ্ছে না। জানা যায়, দীর্ঘদিন ধরে ধলেশ্বরী নদীর এই অংশ যেখানে প্রতিবছর গঙ্গা অনুষ্ঠিত হয়। সেখান থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি কাটছে আকবর ও আলমগীরসহ আরও অনেকে। আকবর নদীর পারের বাসিন্দা। সে দীর্ঘদিন নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে মাটি উত্তোলন করে যাচ্ছেন। এলাকাবাসীর অভিযোগ, প্রভাবশালীরা এভাবে স্কুলের খুব কাছ থেকে অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রি করে বিপুল টাকা হাতিয়ে নিচ্ছে। কিন্তু বিদ্যালয়সহ সংলগ্ন এলাকাটি ভেঙে পড়লে দুর্ভোগের আর সীমা থাকবে না। স্কুলের নিকট থেকে অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধ করার দাবি জানান এলাকার অনেকেই। সরেজমিনে দেখা যায়, উপজেলার নন্দপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চাশ গজ দূরে ড্রেজার বসিয়ে মাটি উত্তোলন করা হচ্ছে। পাশেই আরেকটি পক্ষ নদী থেকে মাটি উত্তোলন করে ট্রাক্টর বোঝাই করে বিক্রি করছে। এ ব্যাপারে নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা শাহীন বলেন, নন্দপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ধলেশ্বরী নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের সংবাদ শুনেছি। ড্রেজার বন্ধ করার জন্য সহবতপুর ইউনিয়ন ভূমি অফিসকে নির্দেশনা দিয়েছি। তারপরও ড্রেজার বন্ধ না করলে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
×