ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রতিবন্ধিতা বাধা হতে পারেনি জাহিদুলের

প্রকাশিত: ০৬:৫৫, ৫ এপ্রিল ২০১৮

প্রতিবন্ধিতা বাধা হতে পারেনি জাহিদুলের

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৪ এপ্রিল ॥ দুই পা নেই, নেই একটি হাত। পায়ের পরিবর্তে দুই হাঁটুতে ভর দিয়ে পাড়ি দিয়ে ১০ কিলোমিটরা পথ অতিক্রম করে নলডাঙ্গা শহীদ নজমুল হক ডিগ্রী কলেজ কেন্দ্রে ২০৯ নম্বর রুমে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। বাম হাত না থাকায় এক হাত ব্যবহার করেই পরীক্ষা দিতে হচ্ছে তাকে। ছোটবেলায় চালকল মেশিন দুর্ঘটনার কবলে পড়ে জাহিদুলের দুই পা ও একটি হাতের সব হাড় ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যায়। সেই থেকে জাহিদুল শারীরিক প্রতিবন্ধী। পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পর সে উপজেলার মির্জাপর উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়। সেখান থেকে জেএসসি পরীক্ষায় জিপিএ ৪.৫০ এবং এসএসসি পরীক্ষায় ৪.১৭ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়। চলতি বছর মির্জাপুর দীঘা আইডিয়াল কলেজ মানবিক বিভাগ থেকে চলমান এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। জেলার নলডাঙ্গা উপজেলার মির্জাপুর দিঘী গ্রামের মৃত আবুল কাসেম ও জাহেদা বেওয়ার ছেলে জাহিদুল ইসলাম। ৫শতক জায়গায় বাড়ি ভিটে ছাড়া আর কোন সহায় সম্বল নেই তাদের।
×