ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হাসপাতাল কর্তৃপক্ষের অপারগতা ॥ সাপুড়িয়ার সিদ্ধান্তে শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৬:৫৩, ৫ এপ্রিল ২০১৮

হাসপাতাল কর্তৃপক্ষের অপারগতা ॥ সাপুড়িয়ার সিদ্ধান্তে শিশুর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা ঠাকুরগাঁও, ৪ এপ্রিল ॥ বিষধর সাপের ছোবলে অসুস্থ এক শিশুর চিকিৎসায় হাসপাতাল কর্তৃপক্ষের অপারগতা প্রকাশ এবং সাপুড়িয়ার ভুল সিদ্ধান্তে সদর উপজেলার হরিহরপুর মথুরাপুর গ্রামে বুধবার ১৬ মাস বয়সি সাজিদ হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, সকালে শিশুটি বাড়ির উঠোনে খেলতে খেলতে একপর্যায়ে বাড়ির সামনে চলে যায় এবং রাস্তার পাশে একটি গর্তের ভিতর হাত ঢুকিয়ে দেয়। এ সময় গর্তে লুকিয়ে থাকা বিষাক্ত এক সাপ শিশুটির হাতে ছোবল দিলে শিশুটি চিৎকার শুরু করে। তখন বাড়ির লোকজন ছুটে এসে শিশুটির হাতে সাপটিকে ছোবল দেয়া অবস্থায় দেখতে পায় এবং সাপটিকে ভাগিয়ে দিয়ে শিশুটিকে উদ্ধারের পর হাতে বাঁধন এঁটে দ্রুত আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাপের ভ্যাকসিন ও অভিজ্ঞ চিকিৎসক নেই জানিয়ে শিশুটিকে চিকিৎসা দিতে অপারগতা প্রকাশ করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে। কিন্ত রংপুর নিয়ে যেতে শিশুটির অভিভাবকের আর্থিক সামর্থ্য না থাকায় শিশুটিকে বিমল কুমার নামে স্থানীয় এক সাপুড়িয়ার বাড়িতে নিয়ে যায়। সেই সাপুড়িয়া দীর্ঘ সময়ধরে শিশুটিকে ঝাড়ফুঁক দেয়ার পর শিশুর হাতের বাঁধন খুলে দিলে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে।
×