ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভাঙ্গনরোধে বাঁধ নির্মাণের দাবিতে নড়িয়ায় বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত: ০৬:৫২, ৫ এপ্রিল ২০১৮

ভাঙ্গনরোধে বাঁধ নির্মাণের দাবিতে নড়িয়ায় বিক্ষোভ সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ৪ এপ্রিল ॥ নড়িয়া উপজেলার পদ্মা নদীর ডান তীরবর্তী দক্ষিণ অংশ নদীভাঙ্গন থেকে রক্ষার জন্য বর্ষার আগেই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে বুধবার সকাল থেকে দুপুর পযর্ন্ত নানা কর্মসূচী পালন করেছে উপজেলাবাসী। এসব কর্মসূচীর মধ্যে ছিল উপজেলার সকল সরকারী-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে দুপুর ১টা পর্যন্ত পাঠদান বন্ধ রাখা, উপজেলা সদরে নড়িয়া বাজার, চাকধ বাজার, মুলফৎগঞ্জ বাজারসহ উপজেলার সকল হাট-বাজারের দোকান-পাট সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত বন্ধ রাখা, উপজেলা সদরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও মহাসমাবেশ। এ সময় আসন্ন বর্ষা মৌসুমের আগেই পদ্মা নদী ভাঙ্গনরোধে বেড়িবাঁধ নির্মাণের দাবিতে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আবুল কালাম আজাদ, নড়িয়া বণিক সমিতির সভাপতি মোঃ আলী, নড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুল হক প্রমুখ।
×