ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নিজের যোগ্যতা সম্পর্কে আত্মবিশ্বাসী এই অভিনেত্রী ‘ব্ল্যাক মেইল’ ছবিতে ইরফান খানের সঙ্গে প্রথমবারের মতো অভিনয়ের অভিজ্ঞতা সম্পর্কে বলেন, তার মতো একজন বিখ্যাত অভিনেতার বিপরীতে অভিনয়ের সুযোগ আমার জন্য একটি বড় প্রাপ্তি সন্দেহ নেই

ইরফান খানন্ডকৃতি জুটির দুর্দান্ত অভিনয়

প্রকাশিত: ০৬:৪৪, ৫ এপ্রিল ২০১৮

ইরফান খানন্ডকৃতি জুটির  দুর্দান্ত অভিনয়

অনন্য রেজা করিম ॥ ব্ল্যাক কমেডি ধাঁচের হিন্দী সিনেমা ‘ব্ল্যাক মেইল’-এর কাহিনী আবর্তিত হয়েছে মধ্যবয়সী সদা ব্যস্ত চাকরিজীবী দেবকে কেন্দ্র করে। অফিস নিয়ে সারাক্ষণ ব্যস্ত মানুষটি বাড়ির বাইরে কাটায় বেশিরভাগ সময়। নিজের স্ত্রী রিমার দিকে তাকানোর সময় পায় না দেব। একঘেয়ে নিরুপদ্রব জীবনের ছক পাল্টে যায় যখন দেব জানতে পারে তার স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয়েছে। তার অগোচরে পর পুরুষের সঙ্গে গভীর সম্পর্কে জড়িয়েছে। তখন তার একঘেয়ে জীবনের চিত্রটা বদলে যায় হঠাৎ করে। ‘ব্ল্যাক মেইল’ ছবির প্রধান চরিত্র দেবের ভূমিকায় অভিনয় করেছেন বলিউডের শক্তিশালী অভিনেতা ইরফান খান। তার স্ত্রীর ভূমিকায় রূপদান করে কৃতি কুলহারি। এ ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে দিব্যা দত্ত, অরুণোদয় সিং প্রমুখ। শুরুতে ছবিটির নাম রাখা হয়েছিল ‘রাইথ’। ‘ব্ল্যাক মেইল’ ছবিটি পরিচালনা করেছেন অভিনয় দেত্ত। তিনি এর আগে ‘দিল্লি বেইলি’, গেইম;, ‘ফোর্স টু’ ছবিগুলো পরিচালনা করেছেন। প্রতিটি ছবিতেই পরিচালক হিসেবে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। ‘দিল্লি বেইলি’ ছবিটি পরিচালনার মাধ্যমে বলিউডে পরিচালক হিসেবে অভিষেক হয়েছিল। সেরা নতুন পরিচালক হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পেয়ে চমক সৃষ্টি করেছিলেন অভিনয় দেত্ত। আর্কিটেকচার বিষয়ে গ্রাজুয়েশন করে তিনি বিজ্ঞাপন চিত্র নির্মাণ শুরু করেন। সিনেমা পরিচালনা ছাড়াও অভিনয় দেত্ত আলোচিত থ্রিলার টিভি সিরিয়াল ‘টয়েন্টি ফোর’-এর দুটি সিজন পরিচালনা করেছেন। ‘ব্ল্যাক মেইল’ ছবিতে ইরফান খানের বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করেছেন। গত বছর পলিটিক্যাল থ্রিলার ধাঁচের সিনেমা ‘ইন্দু সরকার’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুবাদে দর্শক সমালোচকদের প্রশংসা অর্জন করেছিলেন কৃতি। অভিনীত চরিত্রটিকে পর্দায় বিশ্বাসযোগ্য করে তুলতে তার চেষ্টার কমতি ছিল না। ছবিটিতে কৃতিকে খুব সহজেই বলিউডের অন্য আট দশজন অভিনেত্রীর চেয়ে আলাদা করে ভাবা গেছে। বক্স অফিসে তেমন সাড়া জাগাতে না পারলেও ‘ইন্দু সরকার’ ছবিটি কৃতির অভিনয়গুণে সমৃদ্ধ হয়ে উঠেছিল। আগামী সপ্তাহে মুক্তি পাচ্ছে তার অভিনীত নতুন সিনেমা ‘ব্লাক মেইল’। এক সময় ম্যালা এ্যাডে মডেল হিসেবে কাজ করেছেন কৃতি কুলহারি। যা তাকে সবার কাছে পরিচিত করে তুলেছিল। মঞ্চে অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে তার। মাথ কমিউনিকেশন বিষয়ে গ্রাজুয়েশন করা কৃতির বলিউডে আগমন ‘খিচড়ি’ ছবির মাধ্যমে। এরপর ‘শয়তান’ ছবিতে দেখা গেছে তাকে। খুব বেশি সিনেমায় কাজ না করলেও নিজের যোগ্যতা সম্পর্কে আত্মবিশ্বাসী এই অভিনেত্রী ‘ব্ল্যাক মেইল’ ছবিতে ইরফান খানের সঙ্গে প্রথমবারের মতো অভিনয়ের অভিজ্ঞতা সম্পর্কে বলেন, তার মতো একজন বিখ্যাত অভিনেতার বিপরীতে অভিনয়ের সুযোগ আমার জন্য একটি বড় প্রাপ্তি সন্দেহ নেই। আমি ভিন্ন অভিজ্ঞতা লাভ করেছি ব্ল্যাক মেইল ছবিতে। এ ছবিতে পরকীয়ায় লিপ্ত এক সুন্দরী গৃহবধূর চরিত্রটি কৃতির কাছে তেমন জটিল কিংবা চ্যালেঞ্জিং মনে না হলেও ক্যারিয়ারের জন্য উল্লেখযোগ্য বিবেচনা করছেন। কৃতি কুলহারি এর আগে ‘সন পঁচাত্তর’, ‘কিউট কামিনা, ‘জ্বল, সুপার সে ওপার, ‘রাজি অব দ্য জোম্বি’ ছবিতে অভিনয় করেছেন। প্রতিটি চরিত্রে তাকে বেশ সক্ষম অভিনেত্রী মনে হয়েছে। এবার ‘ব্ল্যাক মেইল’ ছবিটি কৃতি কুলহারির জন্য কতটা সাফল্য বয়ে আনে সেটাই হলো দেখার বিষয়। ইরফান খান অভিনীত হিন্দী মিডিয়াও ছবিটি বেশ ভাল সাফল্য পেয়েছিল গত বছর। এরপর আসছে তার নতুন সিনেমা ‘ব্ল্যাক মেইল’। এখানে শক্তিশালী অভিনেতা ইরফান খান দুর্দান্ত অভিনয়ের উজ্জ্বল চমক নিয়ে আসছেন। এক মধ্যবয়সী তুমুল ব্যস্ত মানুষের ভূমিকায় নতুনভাবে আবিষ্কার করবেন দর্শক।
×