ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাউথ এশিয়ান ক্লাব টিটি চ্যাম্পিয়নশিপ চট্টগ্রামে

প্রকাশিত: ০৬:৩৩, ৫ এপ্রিল ২০১৮

সাউথ এশিয়ান ক্লাব টিটি চ্যাম্পিয়নশিপ চট্টগ্রামে

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশসহ ছয় দেশের অংশগ্রহণে আগামী ৭-৯ এপ্রিল পর্যন্ত চট্টগ্রামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে ‘এ্যাডভোকেট গোলাম মোস্তফা মেমোরিয়াল সাউথ এশিয়ান ক্লাব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ’। ছয় দেশের প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন দলগুলো খেলবে এই টুর্নামেন্টে। খেলা হবে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়ামে। অংশ নেবে বাংলাদেশের পাললিক গ্রুপ, ভারতের বেঙ্গল ক্লাব, ভুটানের থিম্পু টিটি ক্লাব, নেপালের হুয়াই টিটি ক্লাব, মালদ্বীপের মলদোভিয়ান টিটি ক্লাব ও শ্রীলঙ্কার সাউদার্ন টিটি ক্লাব। তবে সাউথ এশিয়ার অন্যতম দেশ পাকিস্তানের লীগ চ্যাম্পিয়ন করাচী জিমখানা ক্লাবের দুই খেলোয়াড় কমনওয়েলথ গেমসে যাওয়ায় তারা আসছে না। আজ নেপালের খেলোয়াড়রা চট্টগ্রামে পৌঁছাবেন। পরদিন বাকি চার দেশের খেলোয়াড়রাও আসবেন। রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে খেলাগুলো অনুষ্ঠিত হবে। মোট ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ঢাকার পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ-সভাপতি শেখ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক খোন্দকার হাসান মুনীর, সদস্য হেলেন মোর্শেদ, এ্যাডভোকেট গোলাম মোস্তফা মোমোরিয়াল ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ফারজানা রহমান এবং সহকারী পৃষ্ঠপোষক ডাইসিনের এইচআরের জিএম তানভির হোসেন।
×