ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অগ্রণী ব্যাংকের অবনমন

প্রিমিয়ার ক্রিকেট লীগ ॥ সৌম্যের সেঞ্চুরি ম্লান করে জয় ব্রাদার্সের

প্রকাশিত: ০৬:৩৩, ৫ এপ্রিল ২০১৮

প্রিমিয়ার ক্রিকেট লীগ ॥ সৌম্যের সেঞ্চুরি ম্লান করে জয় ব্রাদার্সের

স্পোর্টস রিপোর্টার ॥ সৌম্য সরকার কি দুর্দান্ত ব্যাটিং করলেন। অগ্রণী ব্যাংকের হয়ে ১৫৪ রানের ইনিংস খেললেন। কিন্তু তার এই সেঞ্চুরিও ব্রাদার্সকে হারাতে পারল না। রেলিগেশন লীগের শেষ ম্যাচে সৌম্যের সেঞ্চুরির জবাব যে ঐক্যবদ্ধভাবে দিলেন জুনায়েদ সিদ্দিকী (৮৩), মাইশুকুর রহমান (৮২) ও ভারতের শিলিগুড়ির দেবব্রত দাস (৭৩)। এ তিন ব্যাটসম্যানের অসাধারণ ব্যাটিংয়ে ৪ উইকেটে জিতল ব্রাদার্স। সেই সঙ্গে আগামী মৌসুমে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে খেলাও নিশ্চিত করে রাখল। অগ্রণী ব্যাংক প্রথম বিভাগে নেমে গেল। বিকেএসপিতে হওয়া ম্যাচটিতে আগে ব্যাটিং করে সৌম্যের সেঞ্চুরিতে ৪৯.১ ওভারে ৩৩৪ রান করে অগ্রণী ব্যাংক। ঋষি ধাওয়ান অপরাজিত ৮০ রান করেন। এত বড় স্কোর করেও হারবে অগ্রণী ব্যাংক তা বোঝাই যায়নি। কিন্তু তাই হয়েছে। জুনায়েদ, মাইশুকুর, দেবব্রতর সঙ্গে মিজানুর রহমানও (৬২) দুর্দান্ত ব্যাটিং করলে ৬ উইকেট হারিয়ে ৫০ ওভারে ৩৩৫ রান করে জিতে যায় ব্রাদার্স। শেষ ওভারে জিততে ৬ বলে দরকার থাকে ৯ রান। প্রথম দুই বলে এক রানের সঙ্গে একটি উইকেটও যায়। ব্রাদার্স হারের শঙ্কায় পড়ে যায়। পরের তিন বলে হয় ৪ রান। জিততে ১ বলে লাগে ৪ রান। যে কোন দল জিততে পারে। এমন মুহূর্তে নাজমুল সাদাত (১০*) চার হাঁকিয়ে দলকে জিতিয়ে দেন। সেই সঙ্গে ব্রাদার্স অবনমন হওয়া থেকেও বাঁচে। অগ্রণী ব্যাংকের আগে কলাবাগান ক্রীড়াচক্র অবনমন হয়। এরপরও সৌম্য যে দুর্দান্ত ইনিংস উপহার দেন, তাকেই ম্যাচসেরা বেছে নেয়া হয়। ক্যারিয়ারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটি খেলেন সৌম্য। কিন্তু সৌম্যের এমন নৈপুণ্যের পরও দল জিততে পারেনি। হার নিয়েই মাঠ ছাড়ে। স্কোর ॥ ব্রাদার্স-অগ্রণী ব্যাংক রেলিগেশন ম্যাচ-বিকেএসপি অগ্রণী ব্যাংক ইনিংস ॥ ৩৩৪/১০; ৪৯.১ ওভার (সৌম্য ১৫৪, ধাওয়ান ৮০*, ধীমান ২৫; শাখাওয়াত ৩/৪৩, সোহরাওয়ার্দী ৩/৪৮)। ব্রাদার্স ইনিংস ॥ ৩৩৫/৬; ৫০ ওভার (জুনায়েদ ৮৩, মাইশুকুর ৮২, দেবব্রত ৭৩, মিজানুর ৬২; ধাওয়ান ৩/৭১)। ফল ॥ ব্রাদার্স ৪ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ সৌম্য সরকার (অগ্রণী ব্যাংক)।
×